আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

রোনাল্ডর দেশেও রেফার রোগ! মৃত্যু হল এক ভারতীয় অন্তঃসত্ত্বার

September 2, 2022 | < 1 min read

রোনাল্ডর দেশেও রেফার রোগ, আর এই রেফারের বিড়ম্বনায় পর্তুগালের (Portugal) হাসপাতালে এক ভারতীয় অন্তঃসত্ত্বার (Indian Pregnant Woman) মৃত্যু হল। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান ওই মহিলা। এই ঘটনায় সেদেশের নানা মহলে প্রবল সমালোচনার ঝড় উঠেছে। পরিস্থিতির চাপে পড়ে পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা তেমিদো পদত্যাগ করেন।

প্রসঙ্গত, ৩৪ বছরের ওই ভারতীয় মহিলা তার স্বামীর সঙ্গে পর্তুগালে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার হঠাৎ করেই তিনি অসুস্থবোধ করেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। ওই হাসপাতালে প্রসূতি বিভাগে বেড না থাকায়, তাকে সান্তা ফ্রান্সিসকো জেভিয়ার নামক এক হাসপাতালে রেফার করা হয়। সেই হাসপাতালে যাওয়ার পথে রাস্তা মধ্যে অ্যাম্বুলেন্সেই হৃদরোগে আক্রান্ত হন ওই মহিলা। জরুরিভিত্তিতে সন্তান প্রসব করানো হয়। নবজাতককে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। তবে মহিলাকে বাঁচাতে পারেননি চিকিৎসকেরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সন্তান প্রসবের সময়ে তিনি ৩১ সপ্তাহের গর্ভবতী ছিলেন। ওই ভারতীয় মহিলার মৃত্যুর নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
 
প্রসঙ্গত, অত্যন্ত দক্ষতার সঙ্গে করোনা পরিস্থিতি সামলেছিলেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা। প্রশংসিত হয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও সম্প্রতি চিকিৎসকের অভাবের কারণে পর্তুগালের হাসপাতালগুলিতে প্রসূতি বিভাগের জরুরিকালীন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যার জেরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় ভারতীয় মহিলার মৃত্যুর পাঁচ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করেন পূর্তগালের স্বাস্থ্যমন্ত্রী। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কোস্তা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি নতুন স্বাস্থ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। এর পাশাপাশি পর্তুগালের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা হবে, বলেও জানান অ্যান্তোনিও কোস্তা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Portugal, #Indian Pregnant Woman

আরো দেখুন