দেশ বিভাগে ফিরে যান

করোনার বিরুদ্ধে লড়তে ভারত বায়োটেকের Nasal Vaccine -কে ছাড়পত্র কেন্দ্রের

September 6, 2022 | 2 min read

করোনা যুদ্ধে দেশকে আরও এগিয়ে দিতে টিকাকরণ চলছে জোরকদমে। ইতিমধ্যে ২১৩ কোটি ৭২ লক্ষের বেশি ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় যদিও টিকাকরণের হার খানিকটা কম। একদিনে ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৭০ ডোজ পেয়েছেন দেশবাসী। চলছে বয়স্ক ও ১৮ বছরের ঊর্ধ্বদের বুস্টার ও প্রিকশন ডোজ দেওয়ার কাজ।

এবার ভারত বায়োটেকের তৈরি নাক দিয়ে নেওয়ার উপযুক্ত টিকাকে (nasal vaccine) ছাড়পত্র দিল সন্ট্রাল ড্রাগস কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে ১৮ বছরের ঊর্ধ্বে প্রাথমিক প্রাথমিক প্রতিরোধকারী হিসেবে এই টিকা দেওয়া হবে। এর ফলে করোনার বিরুদ্ধে লাড়াই আরও শক্তিশালী হবে বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৪৪১৭ জন। যা সোমবার ছিল প্রায় ৬ হাজারের কাছাকাছি। সুস্থ হয়ে উঠেছেন ৬০৩২ জন। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। পজিটিভিটি রেট এই মুহূর্তে ১.২০ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৫২,৩৩৬। মোট আক্রান্তের ০.১২ শতাংশ। সোমবারও এই সংখ্যা ছিল প্রায় ৫৪ হাজার।

গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ২১১ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৮ হাজার ১৮৮। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ২ জন।

এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৪৭৭ জনের। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৪ হাজার ৭৪৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৮৯ শতাংশ।

একদিনে ৭ হাজার ৮৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.৬৮ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ১ কোটি ১৩ হাজার ৮২১ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ১কোটি ৪১ লক্ষ ৭৯ হাজার ৯৭২ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Covid Update, #West Bengal, #Coronavirus, #covid 19

আরো দেখুন