বিনোদন বিভাগে ফিরে যান

গো মাংস খাওয়ার অভিযোগে মহাকাল মন্দিরে ঢুকতে বাধা রণবীর-আলিয়াকে

September 7, 2022 | < 1 min read

‘রকস্টার’ সিনেমার প্রচারে রণবীর কাপুর বলেছিলেন, তাঁর পরিবার পেশোয়ারে থাকত। তাই নানা ধরনের মাংস খেতে পছন্দ করেন তাঁরা। রণবীর নিজেও গোমাংস খেতে ভালবাসেন বলেও জানিয়েছিল। পুরনো সেই সাক্ষাৎকারের জেরে মুক্তির আগে বেশ বিপাকে ‘ব্রহ্মাস্ত্র’। ইতিমধ্যেই ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে। এবার বজরং দলের (Bajrang Dal) বিক্ষোভের জেরে মহাকাল মন্দিরে (Mahakal temple) ঢুকতে বাধা দেওয়া হল রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে। পুজো দিতে শুধুমাত্র ঢুকতে পেরেছেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়।

মঙ্গলবার মহাকাল মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে নিয়ে গিয়েছিলেন রণবীর, আলিয়া এবং অয়ন। তাঁদের আসার খবর পেয়েই মন্দির চত্বরে জড়ো হয়ে যান বজরং দলের সমর্থকরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। তাঁদের উপস্থিতিতেই বিক্ষোভ দেখাতে থাকেন বজরং দলের সমর্থকরা। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে তারা জানায়, আলিয়া ও রণবীরকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না।

আগামী শুক্রবারই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। উল্লেখ্য, ছবিতে শিবের ভূমিকাতেই অভিনয় করছেন রণবীর (Ranbir Kapoor)। আলিয়া (Alia Bhatt) রয়েছেন ইশার (যার অর্থ পার্বতী) ভূমিকায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। সেই ছবির প্রচারের ফাঁকেই মহাকাল মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে ছিল রণবীর, আলিয়ার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Alia Bhatt, #Bajrang Dal, #Ranbir Kapoor, #Mahakal Temple

আরো দেখুন