← আন্তর্জাতিক বিভাগে ফিরে যান
প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ
যুগাবসান। প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৬। তিনিই ছিলেন ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় রাজত্বকারী রানি। প্রায় ৭০ বছর রাজত্ব চালিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে বালমোরাল ক্যাসেলে প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ। এদিন সকালে রানির শরীরের অবস্থা খারাপ হতে থাকে। জানা যাচ্ছে, সেই খবর পেয়েই চলে যান রাজ পরিবারের সদস্যরা। ভারতীয় ১১টা নাগাদ ব্রিটেনের রাজ্ পরিবারের অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রয়ানের কথা জানায় হয়।
তাঁর প্রয়াণের পর এবার রাজার আসনে বসবেন প্রিন্স চার্লস।