রাজ্য বিভাগে ফিরে যান

তৃণমূলের ‘বিশেষ অধিবেশনের’ মঞ্চ থেকে বিজেপিকে রাজ্য ছাড়া করার ডাক অভিষেকের

September 8, 2022 | 2 min read

আজ (৮ সেপ্টেম্বর) নেতাজি ইন্ডোরে হয়ে গেল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সমাবেশ। যদিও দলীয়ভাবে একে বিশেষ অধিবেশন বলছে তৃণমূল। এদিনের ‘বিশেষ অধিবেশনের’ মঞ্চ থেকেই দলকে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার পাশাপাশি অভিষেকও এদিন বক্তব্য রেখেছেন। প্রসঙ্গত, বিগত বছর মে মাসে নজরুল মঞ্চে এমন একটি সমাবেশ ডেকেছিল তৃণমূল।

এ দিনের বৈঠকে পঞ্চায়েত স্তর পর্যন্ত জনপ্রতিনিধিদের ডাকা হয়েছিল। তারা সকলেই হাজির ছিলেন। আগামী পঞ্চায়েত নির্বাচনও সুষ্ঠুভাবে করার নিদান বারবার দিচ্ছেন অভিষেক। স্বচ্ছ মানুষদের সামনের সারির আনার ডাক জেলাওয়াড়ি বৈঠকেও দিয়েছিলেন অভিষেক। ইতিমধ্যেই তৃণমূলের সাংগঠনিক রদবদলে নতুন নেতৃত্বকে তুলে আনার প্রবণতা দেখা গিয়েছে। ‘নতুন তৃণমূল’ বা ২০১১ সালের মতো নিঃস্বার্থ তৃণমূল তৈরির ডাক দিচ্ছেন অভিষেক।

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ অধিবেশনে সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, জোর করে নয়, গণতান্ত্রিক পথেই নির্বাচনে জয় চায় তৃণমূল (TMC)। কেবল আসন্ন পঞ্চায়েত নয়, আগামী লোকসভা নির্বাচনেও একই পথে কর্মীদের হাঁটার নিদান দিয়েছেন অভিষেক।

এদিন অভিষেক গণতান্ত্রিকভাবে বিরোধী শূন্য করার ডাক দিয়েছেন। এদিন ফের একবার অভিষেক (Abhishek Banerjee) সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন। গণতান্ত্রিক উপায়েই বিজেপিকে জবাব দেওয়ার কথা বলেন অভিষেক। বিজেপিকে বাংলা ছাড়া করার ডাকও দিয়েছেন তিনি। অমিত শাহের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন অভিষেক। এদিন তাঁর বক্তব্যের অনেকটা অংশ জুড়ে ছিল বিজেপির বিরুদ্ধে আক্রমণ। অভিষেকের কথায়, বিজেপি মানুষকে অপমান করছে। দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল বস্তির দল। তিনি সে জন্য গর্ব বোধ করেন। আরও বলেন, ২০২১ সালের এই বস্তির দলের কাছেই বিজেপিকে ভোটে হারতে হয়েছে।

অভিষেক আরও বলেন, যত আঘাত এসেছে, তৃণমূল ততই শক্তিশালী হয়েছে। কর্মীদের উদ্দেশ্যে, মমতা বন্দ্যোপাপাধ্যায়ের বার্তা বুথে গিয়ে বাস্তবায়িত করার কথাও বলেন তিনি। বিজেপির (BJP) বিরুদ্ধে আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে হেরে চার জন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে। পঞ্চায়েত ও লোকসভা ভোটে এর জবাব দেওয়ার ডাক দেন অভিষেক। তাঁর কথায়, বিজেপির চোখে চোখ রেখে লড়াই করে তৃণমূল জবাব দেবে। দেশের ১৭০০ রাজনৈতিক দলের মধ্যে একমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে।

নতুন তৃণমূল নিয়ে নানা মহলে চলা যাবতীয় জল্পনা অবসান ঘটিয়ে অভিষেক বলেন, তৃণমূলে কোনও লবি নেই। একটাই লবি। মমতার লবি। যিনি বুক চিতিয়ে লড়াই করবেন, বলবেন মমতা জিন্দাবাদ, তাঁকে দল সম্মান দেবে। সেই সঙ্গে অভিষেক যোগ করেন, তৃণমূলে দুই বা তিন নম্বর বলে কিছু নেই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ডাক দিয়ে মমতার কথা অক্ষরে অক্ষরে পালন করার নিদান দেন অভিষেক।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Abhishek Bannerjee, #panchayat elections

আরো দেখুন