খেলা বিভাগে ফিরে যান

প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগে সোনা জিতে ইতিহাস সৃষ্টি নীরজের

September 9, 2022 | < 1 min read

নজির গড়লেন সোনার ছেলে নীরজ চোপড়া। এবার ডায়মন্ড লিগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করলেন নীরজ। জুরিখে ডায়মন্ড লিগে শুরুটা ভাল হয়নি নীরজের। প্রথম রাউন্ডে পিছিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডেই ছন্দে ফেরেন ভারতীয় অ্যাথলিট।

দ্বিতীয় রাউন্ডে দিনের সেরা থ্রোটা করেন নীরজ। জ্যাভলিন ৮৮.৪৪ মিটার দূরে পৌঁছতেই এল সোনা। তৃতীয় ও চতুর্থ রাউন্ডে নীরজের জ্যাভলিন যথাক্রমে ৮৮ ও ৮৬.১১ মিটার দূরে পৌঁছয়। অন্তিম দুই রাউন্ডে যথাক্রমে ৮৭ ও ৮৩.৬ মিটার পৌঁছলো নীরজের জ্যাভলিন। এর আগে চোট-আঘাতে ভুগছিলেন নীরজ। চোটের কারণেই কমনওয়েলথ গেমসে থেকেও ছিটকে গিয়েছিলেন। সোনা জয় করেই দুর্দান্ত কমব্যাক হল নীরজের।

প্রসঙ্গত, প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগের ফাইনালে নামলেন নীরজ। আগস্টে লুসানে আয়োজিত ডায়মন্ড লিগে ৮৯.০৮ মিটার দূরে জ্যাভলিন পৌঁছে দিয়ে প্রথম স্থান দখল করে ফাইনালে নেমেছিলেন সোনার ছেলে। ফাইনালেও প্রত্যাশা মতোই সোনা জিতলেন। অন্যদিকে, ৮৬.৯৪ মিটার থ্রো করে রুপো জিতেছেন চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেরিচ। জার্মানির জুলিয়ান ওয়েবার তৃতীয় হয়েছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#javelin, #diamond league, #zurich, #Neeraj Chopra

আরো দেখুন