রাজ্য বিভাগে ফিরে যান

অভিষেক, সুব্রত, ফিরহাদ, অরূপদের নিয়ে কমিটি গড়লেন মমতা

September 9, 2022 | < 1 min read

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ঢেলে সাজাচ্ছে তাদের জেলা সংগঠনকে। দফায় দফায় রদবদল করা হচ্ছে। বুথস্তরের সংগঠনকে শক্তিশালী করতে উদ্যোগ নিচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই ধাপে ধাপে জেলার ব্লক, টাউন সভাপতিদের নামের তালিকা প্রকাশ করছে তৃণমূল। নয়া কমিটি নিয়ে কোথাও কোথাও মত বিরোধ প্রকাশ্যে এসেছে। মত বিরোধের মেটাতে এবার এগিয়ে এলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৮ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের (Netaji Indoor Stadium) সভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, দু-এক জায়গায় মতবিরোধ হয়েছে। তিনি আলোচনা করে তার সমাধান করে নেবেন। জেলাকে শক্তিশালী করার নিদান দিয়েছেন তৃণমূল নেত্রী। 

জানা গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস বসে অভিযোগগুলির সমাধান করবেন। কয়েকজন কাউন্সিলরের নামেও অভিযোগ পেয়েছেন তৃণমূল নেত্রী। তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন দলনেত্রী। সকলকে দলের জন্যে কাজ করার নিদান দিয়েছেন। অন্যথায় তৃণমূল (TMC) থেকে বাদ পড়ার হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#firhad hakim, #abhishek banerjee, #Subrata Bakshi, #Arup Biswas, #panchayat elections, #Mamata Banerjee

আরো দেখুন