রাজ্য বিভাগে ফিরে যান

সীমান্ত রক্ষার দায় কার? গরু পাচার ইস্যুতে BSF-র ভূমিকায় সওয়াল তৃণমূলের

September 14, 2022 | < 1 min read

সীমান্তে গরু পাচার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার ইস্যুতেই তুমুল বিতর্ক চলল সংসদীয় কমিটিতে। এ রাজ্যের শাসক দলের সাফ কথা, সীমান্ত রক্ষা করার দায়িত্ব বিএসএফের। সাংসদ অভিষেক মনু সিংভির সভাপতিত্বে সীমান্ত রক্ষা বিষয়ক সংসদীয় কমিটিতে গরু পাচারের প্রসঙ্গ উঠতেই, তুমুল উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকটি সংবাদমাধ্যমের খবরে জানা গিয়েছে, বৈঠকে বিএসএফের (BSF) ডিজি পঙ্কজ কুমার সিংকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন প্রশ্ন করেন, সীমান্ত রক্ষা যখন বিএসএফের দায়িত্ব, সেক্ষেত্রে রাজ্যের ওপর কেন দোষ চাপানো হয়? সীমান্ত রক্ষায় বিএসএফের আওতাধীন এলাকা ১৫ থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করা হয়েছে, সে ব্যাপারে সীমান্ত রক্ষা বাহিনীর কর্তার মত তাও জানতে চান তৃণমূল সাংসদ।

জবাবে পঙ্কজকুমার সিং জানান সীমান্ত প্রহরার বিষয়ে আরও জোর দেওয়া হবে। সংসদীয় কমিটির আলোচনায় সীমান্ত রক্ষা বাহিনী জানিয়েছে, অনেক সময়ই হাজার হাজার গরু সীমান্তে জড়ো হওয়ায় বিএসএফের পক্ষে তা সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এই ঘটনা বিএসএফের দক্ষতাকে প্রশ্ন চিহ্নের মুখে এনেন দাঁড় করালো। ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচার (Cattle Smuggling)  রুখতে নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে বিএসএফ। ​

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #tmc, #BSF, #Cattle Smuggling

আরো দেখুন