রানির শেষ যাত্রায় গাওয়া হচ্ছে ‘গড সেভ দ্য কিং’, নীরব প্রিন্স হ্যারি! তুঙ্গে বিতর্ক
প্রয়াত হয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথ। ১৯ সেপ্টেম্বর লন্ডনের (London) ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth) শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রানিকে বিদায় জানাতে রাজ পরিবারের সদস্যসহ প্রায় ২ হাজার অতিথি উপস্থিত হয়েছিলেন। সেখানে সকলেই প্রথা মেনে জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কিং গেয়েছেন। রানির শেষকৃত্যের একটি ছোট্ট অংশের ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওর ওই অংশে দেখা যাচ্ছে প্রিন্স হ্যারি (Prince Harry) গান গাইছেন না।
নেটপাড়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই কোপের মুখে পড়েছেন রাজকুমার হ্যারি। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় নীরব থাকার জন্যে নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন তিনি। যদিও হ্যারির পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ। কেউ কেউ হ্যারিকে আরেকবার সুযোগ দেওয়ার কথা বলছেন। তাদের দাবি, গানটির লাইন সবে বদলেছে। তাই হয়ত এখনও নতুন শব্দগুলির সঙ্গে অভ্যস্ত হয়ে উঠতে পারেননি হ্যারি। আরেক নেটিজেনের দাবি, চার্লসকেও নাকি জাতীয় সংগীত গাইতে দেখা যাচ্ছে না। আরেক জনের দাবি, হ্যারি নাকি জাতীয় সঙ্গীত গাইছেন। তবে নীরবে। সব মিলিয়ে রানির শেষ বিদায়ও বিতর্কমুক্ত হল না।