← রাজ্য বিভাগে ফিরে যান
পুজোর ছুটির কথা মাথায় রেখে সরকারি কর্মচারীদের বেতন আগেই দেওয়ার সিদ্ধান্ত
৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যের সরকারি দপ্তর বন্ধ। শনিবার অর্থাৎ ১ অক্টোবর মহাষষ্ঠী এবং রবিবার (২ অক্টোবর) মহাসপ্তমী। ষষ্ঠীর পরদিন থেকেই বন্ধ হয়ে যাবে ব্যাংকের সব কাজ। এর ফলে ব্যাংকে আর্থিক লেনদেনের সমস্যা হবে।
এই পরিস্থিতিতে কর্মীদের যাতে কোনও অসুবিধে না হয়ে তার জন্য চলতি মাস শেষ হওয়ার আগেই প্রত্যেক সরকারি কর্মীর অ্যাকাউন্টে বেতনের (Salary) টাকা ঢুকে যাবে। বুধবার রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে।
শুধু তাই নয় অক্টোবর মাসের বেতন, পেনশন (Pension) ২১ অক্টোবরের মধ্যে দিয়ে দেওয়া হবে। কারণ, এর পরেই কালীপুজো, দিওয়ালির ছুটি পড়ে যাবে। ব্যাংকের কাজ কর্ম বন্ধ থাকবে। তাই সরকারি কর্মীদের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।