কলকাতা বিভাগে ফিরে যান

মেট্রোর নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে আজ শুরু trial-run, পরিষেবা শুরু নভেম্বরেই

September 24, 2022 | < 1 min read

আজ শনিবার থেকে মেট্রো ট্রায়াল রান শুরু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে। ট্রায়াল চলবে নিউ গড়িয়া বা কবি সুভাষ স্টেশন থেকে থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত। এরপর রেলের সেফটি কমিশনের ছাড়পত্র হাতে এলেই এই রুটে মেট্রোয় যাতায়াত করতে পারবেন যাত্রীরা। প্রসঙ্গত, কিছুদিন আগে ট্রায়াল রান শুরু হয়েছে জোকা-বিবাদি বাগ রুটে।

গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত ৩২ কিলোমিটারের বদলে আপাতত পরিষেবা শুরু হবে গড়িয়া-এয়ারপোর্ট ফেজ-১ অর্থাৎ ৬.২ কিলোমিটার পথে। মোট পাঁচটি স্টেশন থাকছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত। স্বাভাবিকভাবেই গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চললে ওই চত্ত্বরের অফিসযাত্রীরা বাড়তি সুবিধা পাবেন। জানা যাচ্ছে, ট্রায়াল রান সন্তোষজনক হলে নভেম্বর থেকেই পরিষেবা শুরু হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro, #new garia airport metro, #trial run

আরো দেখুন