রাশিয়ায় স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত অন্তত ১৩ জন
গত বৃহস্পতিবার বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে মেক্সিকোয়। মধ্য মেক্সিকোর একটি পানশালায় বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল ১০ জনের। এবার রাশিয়ায় বন্দুকবাজের গুলিতে নিহত অন্তত ১৩ জন। রাশিয়ার ইজেভস্ক শহরের একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় শিশু-সহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ।
সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সকালে মধ্য রাশিয়ার ইজেভস্ক শহরের একটি স্কুলে অতর্কিতে হামলা চালায় এক বন্দুকবাজ। তদন্তকারী দল জানায়, প্রাথমিক ভাবে ৯ জনের মৃত্যু হয়। এর মধ্যে দু’জন ওই স্কুলের নিরাপত্তারক্ষী, দু’জন শিক্ষক এবং পাঁচ নাবালক পড়ুয়া। যদিও পরে মৃতের সংখ্যা ১৩ -তে পৌঁছয় বলে জানা গিয়েছে। তদন্তকারী দলের সদস্যরা জানিয়েছেন, কালো পোশাক পরে এসেছিল আততায়ী। টি শার্টে নাৎজি চিহ্ন ছিল। তবে কোনও পরিচয়পত্র ছিল না তার সঙ্গে। ঘটনার কথা স্বীকার করেছে রাশিয়া সরকার। ঘটনার পর ওই বন্দুকবাজ যে গুলি চালিয়ে নিজেও আত্মঘাতী হয় বলে জানা গিয়েছে।