কলকাতা বিভাগে ফিরে যান

পুজোর সময় কলকাতাকে সচল রাখতে মাঠে নামছে ১০,০০০ পুলিশকর্মী

September 28, 2022 | 2 min read

আজ তৃতীয়া, পুজোর প্রস্তুতি প্রায় শেষলগ্নে। পুজো (Durga Puja 2022) সামলাতে মাঠে নামছে কলকাতা পুলিশ। চতুর্থী থেকে ভিড় ও যান চলাচল নিয়ন্ত্রণে দশ হাজার পুলিশ মোতায়েন করছে লালবাজার। এর মধ্যে যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন চার হাজার জন পুলিশ। পুলিশকে সাহায্য করবেন আরও ১০ হাজার টেম্পোরারি হোমগার্ড। পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইনসপেক্টর পদমর্যাদার আধিকারিকরা শহরের বড় মোড়গুলির দায়িত্বে থাকবেন। কন্ট্রোল রুম থেকে গোটা বিষয়ে তদারকি চালাবেন লালবাজারের কর্তারা।

২৭ সেপ্টেম্বর আলিপুর বডিগার্ড লাইনে পুলিশদের উদ্দেশ্যে পুজো নিয়ে বার্তা দিয়েছেন নগরপাল বিনীতকুমার গোয়েল। পুজোয় শহরকে সচল রাখা, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সুষ্ঠুভাবে ভিড় নিয়ন্ত্রণ এবং যানজট রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সব রাস্তাকেই সমান গুরুত্ব দেওয়ার নিদানও দেন তিনি। চতুর্থী থেকেই ন’হাজার পুলিশকে দুই ভাগে ভাগ করা হবে। প্রথম দলের দায়িত্ব থাকবে ট্রাফিক রি-ইনফোর্সমেন্ট অর্থাৎ যান চলাচল নিয়ন্ত্রণ করা। দুপুর ২টো থেকে এই দল রাস্তায় নামবে। চতুর্থী থেকেই শহরের বিভিন্ন রাস্তায় পার্কিং বন্ধ করে দেওয়া হবে। বিকল্প পার্কিং, ডাইভারশনসহ ট্রাফিক সংক্রান্ত যাবতীয় ব্যবস্থা আগে থেকেই সেরে রাখবে রি-ইনফোর্সমেন্ট টিম। এই কাজে মোট ৪ হাজার পুলিশকে রাজপথে নামানো হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইনসপেক্টর, সার্জেন্ট পদমর্যাদার অফিসারসহ কনস্টেবলরা এই দায়িত্বে থাকবেন।

ভিড় নিয়ন্ত্রণে দুপুর ৪টে থেকে মাঠে নামবে হোমোজিনিয়াস ফোর্স। তাঁদের সংখ্যা পাঁচ হাজার। ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি যানবাহন সচল রাখা দিকেও নজর রাখবেন তারা। সমস্ত বড় পুজো প্রাঙ্গণে পুলিশের অস্থায়ী কিয়স্ক থাকছে। দর্শনার্থীদের সহায়তার জন্যও রাস্তায় থাকবেন পুলিশকর্মীরা। শহরের সমস্ত বড় পুজোর প্রবেশ পথ ও বাহির পথে হাজির থাকবেন তাঁরা।
 
পুজোর আগে অপরাধ রুখতে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে স্পেশাল ড্রাইভের ব্যবস্থা করা হয়। ২৬ সেপ্টেম্বর শহরজুড়ে অভিযান চালিয়ে ১৩৪ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আগে দায়ের হওয়া মামলার ভিত্তিতে গুণ্ডাদমন শাখা ৪০ জনকে গ্রেপ্তার করেছে। রাতে বিশৃঙ্খলা ও অসভ্য আচরণের জন্য ৫৩৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিস (Kolkata Police)। পাশাপাশি, অভিযান চালিয়ে ২০০ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ তরফে জানা গিয়েছে, এবারই প্রথম পুজোর সময় বাইকের দৌরাত্ম্য রুখতেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৬টি টিম শহরের বিভিন্ন রাস্তায় নাকা চেকিং করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Police, #Durga Puja 2022

আরো দেখুন