দেশ বিভাগে ফিরে যান

পিএফ অ্যাকাউন্টের সুদের হদিশ নেই, প্রশ্নে মোদী সরকারের বিশ্বাসযোগ্যতা

October 7, 2022 | 2 min read

পিএফের সুদ, ছবি সৌজন্যেঃ Mint Print

রহস্যজনকভাবে পিএফ অ্যাকাউন্টের সুদ উধাও! পিএফ অ্যাকাউন্টে কবে মিলবে সুদ? সেই প্রশ্নে মাথায় হাত গ্রাহকদের। ইতিমধ্যেই চলতি অর্থবর্ষের অর্ধেক সময় পেরিয়ে গিয়েছে। কিন্তু পিএফ অ্যাকাউন্টে সুদের দেখা পাচ্ছেন না কোনও গ্রাহকই। যদিও মোদী সরকারের অর্থমন্ত্রকের দাবি, তারা নাকি সুদ দিয়ে দিয়েছেন। যান্ত্রিক গোলমালের কারণে গ্রাহকরা সেটা দেখতেই পাচ্ছেন না! 

মার্চ মাসে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও ঘোষণা করে, ২০২১-২২ অর্থবর্ষের জন্যে তারা ৮.১ শতাংশ হারে সুদ দেবে। কিন্তু তা আর হল কই? পাঁচ কোটি গ্রাহকের অ্যাকাউন্টেই সুদের দেখা মেলেনি। একদা প্রত্যেক অর্থবর্ষের শুরুতেই তার আগের অর্থবর্ষের প্রাপ্য পিএফের সুদ মিটিয়ে দেওয়ার রীতি ছিল। মোদী সরকার প্রথম সেই নিয়ম ভাঙে। এপ্রিল মাসে সুদ গ্রাহকের অ্যাকাউন্টে জমা হওয়ার কথা, কিন্তু তা দিতে টালবাহানা শুরু করেছে মোদী সরকার। ২০২০-২১ অর্থবর্ষের সুদ গ্রাহকের অ্যাকাউন্টে জমা করতে প্রায় নয় মাস সময় নিয়েছিল মোদী সরকার। তাদের দাবি ছিল, অর্থমন্ত্রক ছাড়পত্র না মেলায় সুদ মেটাতে দেরি হয়েছে। ইপিএফওর অছি পরিষদকে সুদ ঘোষণার অনুমোদন দেয় কেন্দ্রে অর্থমন্ত্রক। গত জুনেই এবার অনুমোদন দিয়েছে অর্থমন্ত্রক। যদিও সুদ অ্যাকাউন্টে এসে পৌঁছয়নি। 

সুদ দিতে মোদী সরকারের টালবাহানা নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন ইনফোসিসের প্রাক্তন ডিরেক্টর টিভি মোহনদাস পাই। তিনি টুইটে লেখেন কোথায় পিফের সুদ? সেই সঙ্গেই, কেন অদক্ষ প্রশাসনের জন্যে সাধারণ মানুষকে মাশুল দিতে হবে সে প্রশ্নও তোলেন তিনি। তিনি প্রশাসনিক সংস্কারের দাবিতে সরব হন। জবাবে অর্থমন্ত্রকের দাবি, সুদ বাবদ পিএফ গ্রাহকদের কোনও আর্থিক ক্ষতি হবে না। গ্রাহকদের অ্যাকাউন্টে নাকি ইতিমধ্যেই টাকা ক্রেডিট হয়েছে। মোদী সরকারের দাবি, যান্ত্রিক কারণে নাকি টাকা গ্রাহক দেখতে পাচ্ছেন না।

মোদী সরকারের দাবি, সফটওয়্যারের কিছু পরিবর্তন করায় এমন সমস্যা হচ্ছে। প্রযুক্তিগত কারণেই নাকি সুদের অঙ্ক অ্যাকাউন্টে দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও মোদী সরকারের এহেন যুক্তিকে আমল দিচ্ছেন না গ্রাহকরা। মোদী সরকারের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলছেন কেউ কেউ। কোটি কোটি মানুষের স্বার্থ যেখানে সরাসরিভাবে যুক্ত, সেখানে কেন নিজে থেকেই মোদী সরকার সুদের বিষয়ে ঘোষণা করল না, সেই প্রশ্ন উঠছে। আর কেনই বা আগে জানানো হল না, সে প্রশ্নও তো থেকেই যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#provident Fund, #PF, #modi govt, #employees provident fund, #provident fund account

আরো দেখুন