গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৮০, পজিটিভিটি রেট ৩.০২%
October 11, 2022 | < 1min read
গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ১৮০ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ১৬ হাজার ১৩৯। মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ১.০২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনার বলি ১জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৫১৭ জনের।
করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৯২ হাজার ৯৭৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৯১ শতাংশ।
একদিনে ৫ হাজার ৯৬৭টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ৩.০২ শতাংশ। ভাইরাস মোকাবিলায় একদিনে ২ হাজার ৭৫৯টি ডোজ দেওয়া হয়েছে। রাজ্যে মোট ১ কোটি ৫১ লক্ষ ২০ হাজার ১৫৬ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।