রাজ্য বিভাগে ফিরে যান

মৎস্যজীবীদের জন্যে বিনামূল্যে ৫ লক্ষ টাকার বিমা করে দিতে চলেছে রাজ্য

October 20, 2022 | < 1 min read

মৎস্যজীবীদের জন্যে বিনামূল্যে ৫ লক্ষ টাকার বিমা, ছবি সৌজন্যেঃ shutterstock

মৎস্যজীবীদের জন্যে অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। বাংলার ১৫ লক্ষ মৎস্যজীবীর প্রত্যেকের জন্যে নিজ উদ্যোগে বিনামূল্যে ৫ লক্ষ টাকার বিমা করতে চলেছে রাজ্য। প্রকল্পের আওতায় আসার জন্যে নাম নথিভুক্তকরণের কাজ আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে। দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরে গিয়ে নাম নথিভুক্ত করাতে পারবেন মৎসজীবিরা। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে হাওড়া ও দুই মেদিনীপুরের মৎস্যজীবীদের বিমার (Fisherman’s Insurance) আওতায় আনা হচ্ছে। আসন্ন দুয়ারে সরকার শিবিরের পরে মৎস্যজীবীদের তথ্য ভাণ্ডার তৈরি হলে, বাকিদেরও প্রকল্পের আওতায় আনা হবে।
 
রাজ্যের ওয়াকিবহাল মহলের অনুমান, এই পর্যায়ে প্রায় ১৫ লক্ষ মৎস্যজীবী বিমার জন্য নাম নথিভুক্ত করবেন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মৎসজীবিরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন। বিমার ফলে দুর্ঘটনায় মৃত্যু হলে একজন মৎস্যজীবীর পরিবার পাবে ৫ লক্ষ টাকা। আহত হলে চিকিৎসা খরচ বাবদ মৎস্যজীবীরা প্রায় ৫০ হাজার টাকা পর্যন্ত পাবেন। ক্ষেত্র বিশেষে চিকিৎসার জন্যে ১ লক্ষ টাকাও পেতে পারেন উপভোক্তারা।

বিমার সুবিধা পেতে দুয়ারে সরকার শিবিরে গিয়ে নিজেদের নাম, নমিনির নাম, সম্পর্ক, ঠিকানা ও বয়স ইত্যাদি তথ্য নথিভুক্ত করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্যও দিতে হবে। এ রাজ্যের মৎস্যজীবীরা দীর্ঘদিন ধরেই সচিত্র পরিচয়পত্রের দাবিতে সরব। বিক্ষিপ্তভাবে কয়েকজন পেলেও অধিকাংশেরই সচিত্র পরিচয়পত্র নেই। এবার দুয়ারে সরকার শিবিরে মৎস্যজীবীদের নিবন্ধীকরণ প্রক্রিয়া চালাবে রাজ্য সরকার। প্রত্যেক মৎসজীবীকে বারকোড যুক্ত সচিত্র পরিচয়পত্র দেওয়া হবে। আগামীদিনে কেবল নিবন্ধীকৃত মৎস্যজীবী ও মৎস্যচাষিরাই সরকারি প্রকল্পগুলির সুবিধা পাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #Duare Sarkar, #Fisherman's Insurance

আরো দেখুন