আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

কাঞ্চনজঙ্ঘা দেখতে উপচে পড়া ভিড় পর্যটকদের, জানেন কি কোথায়?

October 23, 2022 | < 1 min read

হেমন্ত আসতেই দেখা দিল কাঞ্চনজঙ্ঘা। ওপার বাংলা থেকে দিব্যি দেখা যাচ্ছে ঘুমন্ত বুদ্ধকে। দেড়শো কিলোমিটার দূর থেকে কাঞ্চনজঙ্ঘার স্বাদ নিচ্ছেন বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দারা। প্রতিবারের মতোই এবারেও অক্টোবর মাসে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাসিন্দারা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছেন। তেঁতুলিয়ার ডাকবাংলো এলাকায় ক্রমেই বাড়ছে ভিড়। প্রাক শীতের আকাশ মেঘমুক্ত, পরিষ্কার। দূষণের মাত্রাও কম, ফলে মহানন্দার কোলঘেঁসা তেঁতুলিয়া থেকেই উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে এলাকায়। ছুটে যাচ্ছেন পর্যটকরা, সকলেই দৃশ্য ফোনবন্দিও করছেন।

প্রসঙ্গত, তেঁতুলিয়ার ডাকবাংলো বেশ উঁচু এলাকায় অবস্থিত হওয়ার কারণে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বেলা বাড়লেই রোদের তেজ বাড়ে। ক্রমেই মিলিয়ে কাঞ্চনজঙ্ঘা যায়। আবার সূর্যাস্তের পর্বতচূড়া দেখা দেয়। তেঁতুলিয়ায় পর্যটকদের থাকার জন্য ডাকবাংলো এবং হোটেল রয়েছে। তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহাগচন্দ্র সাহার কথায়, তেঁতুলিয়া ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলায় দিন দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকদের সংখ্যা বাড়ছে। পর্যটকদের জন্যে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ইতিমধ্যে তেঁতুলিয়া ডাকবাংলোকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kanchenjunga, #tentulia, #Bangladesh

আরো দেখুন