ফিরছে CAB-র বার্ষিক পুরস্কার, বিশেষ সম্মান পাচ্ছেন ঝুলন
October 27, 2022 | < 1min read
করোনা কাঁটা পেরিয়ে ফের চালু হচ্ছে সিএবির বার্ষিক পুরস্কার। ২৯ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। সিএবি (CAB) সূত্রে খবর, গত তিন বছরের ভিত্তিতেই এবার পুরস্কার প্রাপকদের বেছে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সম্প্রতি অবসর নেওয়া ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami) বিশেষ পুরস্কার দেওয়া হবে।
সম্বরণ বন্দ্যোপাধ্যায়, অশোক মালহোত্রা, উদয়ভানু বন্দ্যোপাধ্যায়, গার্গী বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা বন্দ্যোপাধ্যায় এবং মিঠু মুখোপাধ্যায়; এবার এই ছয় প্রাক্তন ক্রিকেটারকে কার্তিক বসু জীবনকৃতি পুরস্কার প্রদান করা হচ্ছে। শেষ তিন বছরের জন্যে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন অনুষ্টুপ মজুমদার এবং শাহবাজ আহমেদ।