রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার কাজে দরাজ প্রশংসা বিশ্ব ব্যাঙ্কের, রাজ্য পাচ্ছে ৮১২ কোটির আর্থিক সহায়তা

October 28, 2022 | 2 min read

বাংলার একাধিক সামাজিক প্রকল্প আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত হয়েছে, ইতিমধ্যেই দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। এবার বিশ্ব ব্যাঙ্কের পক্ষ থেকে এল স্বীকৃতি। বাংলার সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির উচ্ছ্বসিত প্রশংসা করার পাশাপাশি প্রকল্পগুলিকে আরও জনমুখী করে তুলতে প্রায় ৮১২ কোটি টাকা আর্থিক সহায়তা করতে চলেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক। চলতি মাসের তৃতীয় সপ্তাহে তিন দিন ধরে চলা পর্যালোচনা বৈঠকে বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। ইতিমধ্যেই বাংলাকে ৮১২ কোটি ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তার সবুজ সঙ্কেত দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। আগামী ডিসেম্বর মাসে সেই টাকার প্রথম ধাপ বাবদ প্রায় ৩০০ কোটি টাকা পেতে পারে বাংলা। 

বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে মানুষের হাতে নগদের জোগান দিয়ে মাথা পিছু আয় বৃদ্ধিতে বাংলা দেশের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে। বাংলার হার জাতীয় গড়ের চেয়েও বেশি। রাজ্য সরকারের প্রকল্পগুলি সংগঠিত ও বৃহৎ পরিসরে মানুষের কাছে পৌঁছে দিতে উন্নত প্রযুক্তির প্রয়োজনে বিশ্ব ব্যাঙ্ক এই আর্থিক সহায়তা করছে। আগামী চার অর্থ বছরে রাজ্য ওই টাকা ব্যবহার করে পরিকল্পনার বাস্তবায়ন করবে। বিগত মাসের ১৭ থেকে ১৯ তারিখ, অর্থদপ্তরের আধিকারিকদের সঙ্গে বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন। বৈঠকের পরই সহজ শর্তে ঋণ অনুমোদন করতে ছয়টি মাপকাঠি বেঁধে দেয় বিশ্ব ব্যাঙ্ক। বয়স্ক, তফসিলি জাতি, উপজাতির মানুষদের পেনশন সুনিশ্চিত করতেও বলা হয়েছিল। জয় বাংলা প্রকল্পের অধীনে এখন প্রায় সাড়ে চার কোটি মানুষ প্রতি মাসে এক হাজার টাকা করে সহায়তা ও পেনশন পান।

বাংলার টেলিমেডিসিন পরিষেবা, কৃষির জন্যে রাজ্য সরকারের উদ্যোগে অত্যন্ত খুশি বিশ্ব ব্যাঙ্ক। রাজ্যকে মহিলা শ্রমশক্তি বৃদ্ধি, প্রবীণদের পরিষেবা উন্নয়নে আরও জোর দিতে বলছে বিশ্ব ব্যাঙ্ক। বলাবাহুল্য, বিশ্ব ব্যাঙ্কের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের এহেন প্রশংসায় আরও একবার প্রমাণিত হল বাংলা দুর্বার গতিতে এগিয়ে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal, #world bank

আরো দেখুন