১১ বছর পর শহর কলকাতায় খুনহীন চলতি বছরের সেপ্টেম্বর মাস, দাবি লালবাজারের
২০২২-এর সেপ্টেম্বর ছিল বড় কলকাতায় ‘খুনহীন মাস’, তাও কিনা ১১ বছর পর, এমনটাই দাবি কলকাতা পুলিশের। কলকাতা পুলিশের তথ্য বলছে কলকাতা শহরে সেই ২০১১ সালের মে মাসের পর চলতি ২০২২-এ সেপ্টেম্বরে একটিও খুনের অভিযোগ দায়ের হয়নি। ২০১১ থেকে প্রত্যেক বছরে ৮০ থেকে ৮৫টি খুনের অভিযোগ দায়ের হত কলকাতা শহরে, জানা গেছে কলকাতা পুলিশের তথ্য থেকে। ২০১৬ সালের পর থেকে তা অনেকটাই কমতে শুরু করে। এই সংখ্যা ২০১৯ সালে আরওঅনেকটাই কমে যায় বলে কলকাতা পুলিশের দাবি ।
আগে কলকাতা শহরে প্রতি মাসে ৫ থেকে ৬টি করে খুনের অভিযোগ দায়ের হত, জানাচ্ছে কলকাতা পুলিশের তথ্য। জানা যাচ্ছে, ২০১৯-এর পর থেকে সেই অভিযোগ কমে প্রতি মাসে ৪ থেকে ৫ হয়েছে। পাশাপাশি বছরে এই সংখ্যা কমে হয়েছে ৫০ থেকে ৬০টি। জয়েন্ট সিপি (ক্রাইম) মুরলীধর শর্মা সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, খুনের ঘটনার পাশাপাশি শহর কলকাতায় প্রচলিত অপরাধও সময়ের সঙ্গে সঙ্গে গত দু-তিন বছরে কমছে। এ বছরের যেমন সেপ্টেম্বর মাসে একটিও খুনের অভিযোগ দায়ের হয়নি কলকাতা পুলিশের অন্তর্গত কোনও থানায়।
প্রসঙ্গত, কলকাতা দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে পরপর তিনবার, জানা গিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-র (NCRB) পরিসংখ্যান থেকেই।