আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

হ্যালোইনে দক্ষিণ কোরিয়ায় পদপিষ্ট হয়ে মৃত দেড়শতাধিক মানুষ, দেখুন ভিডিও

October 30, 2022 | 2 min read

ছবি সৌজন্যে: New York post

এক নিমেষেই বদলে গেল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলক। আনন্দ-উৎসবের মাঝেই দুঃখ-শোক, স্বজন হারানোর বেদনা। হ্যালোইন উৎসবের আনন্দে মজেছিল দক্ষিণ কোরিয়ার সিওলক। সেখানেই শনিবার গভীর রাতে হ্যালোইন উৎসব চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত দেড়শো জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই যুবক-যুবতী। ১৯ জন বিদেশী নাগরিকেরও মৃত্যু হয়েছে বলে খবর। খবর পাওয়া যাচ্ছে, ২০০ জনেরও অধিক মানুষ আহত হয়েছে। অনেকের অবস্থা গুরুতর।

মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রায় সাড়ে তিনশোরও বেশি মানুষের এখনও খোঁজ মিলছে না। ৩১ অক্টোবর হ্যালোইন, অর্থাৎ পশ্চিমী দুনিয়ার ভূতের উৎসব। এই দিন গোটা ইউরোপ-আমেরিকাসহ গোটা বিশ্বই অদ্ভুত অদ্ভুত পোশাক পরে ভূত-প্রেত সেজে হ্যালোইন পার্টিতে মেতে ওঠে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের ইটেওন এলাকায়গভীর রাতে হ্যালোইন উৎসব চলছিল। করোনার কারণে গত দুই বছর ভূতের উৎসব পালিত হয়নি। ফলে এবার আনন্দে মেতেছিলেন সকলে। সেই আনন্দই কাল হল।

স্থানীয় প্রশাসন জানাচ্ছে, ইটেওনে সংকীর্ণ গলি এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। ভিড়তে সামাল দিতে বেগ পোহাতে হচ্ছিল পুলিশকে। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হতেই পদপিষ্ট হয়ে ১৫১ জনের মৃত্যু হয়েছে। ২০০ জনের অধিক মানুষ আহত হয়েছে। তাঁদের মধ্যে ১৯ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বহু মানুষের খোঁজ মিলছে না, প্রায় ৩৫০ জন নিখোঁজ বলে অভিযোগ জমা পড়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে। এলাকা সংকীর্ণ হওয়ার কারণে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ কর্মীদের উদ্ধারকার্যে হিমিশিম খেতে হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সাক ইওল থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা শোকপ্রকাশ করেছেন। এই ঘটনার কারণ অনুসন্ধানে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট। তদন্তে নেমেছে ফরেনসিক দল। মৃতদের শনাক্তকরণের কাজ করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Death, #Halloween, #South Korea

আরো দেখুন