দেশ বিভাগে ফিরে যান

নয়া প্রকল্পের চটক নয়, মোদী সরকারকে বকেয়া কাজ মেটানোর নির্দেশ নীতি আয়োগের

November 3, 2022 | 2 min read

ছবি সৌজন্যে: Money Control

মোদী সরকারকে কড়া সতর্কতা দিল নীতি আয়োগ। মোদী সরকারের প্রায় ৫ লক্ষ ৬০ হাজার কোটি টাকার ৪৯৪টি প্রকল্প এখন কার্যত বিশ বাঁও জলে। এর মাঝেই নতুন নতুন প্রকল্প ঘোষণা করে যাচ্ছেন মোদী। বাস্তবায়নের নাম নেই, চটকদারিই সার। মোদী সরকারকে এসব বন্ধ করে পাহাড় প্রমাণ অসমাপ্ত কাজ শেষ করার কড়া বার্তা দিল নীতি আয়োগ।

গুজরাতে গত একমাসে দফায় দফায় শিলান্যাস পর্ব সেরেছেন মোদী, পাশাপাশি বিপুল অঙ্কের বিনিয়োগের কথাও বলেছেন। বিরোধীদের অভিযোগ এসব ভোট জিততেই করা হয়েছে। কখনও গতিশক্তি, আবার কখনও ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, কোনও সময় আত্মনির্ভর ভারত, ক্ষমতায় আসার পর থেকেই একাধিক মেগা পরিকাঠামো উন্নয়ন কর্মসূচি ঘোষণা করে গিয়েছে মোদী সরকার। কাজের কাজ হয়নি, বহু জায়গায় কাজই শুরু করা যায়নি। অসংখ্য পুরনো প্রকল্প অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। মোদী সরকারের তরফে সেগুলি শেষ করার কোনও উদ্যোগ নেই। অন্যদিকে, কিছু দিন পরপর সুযোগ পেলেই নতুন নামে প্রকল্প ঘোষণা করে দেওয়া হচ্ছে। এবার তা বন্ধ করতে উদ্যোগ নিল নীতি আয়োগ। অন্ততপক্ষে আগামী দুই বছর নয়া প্রকল্প ঘোষণা বন্ধ রাখার নিদান দিচ্ছেন তারা।

ফ্রেট করিডর থেকে রিফাইনারি আধুনিকীকরণ; আট বছরে পুরনো পরিকাঠামো প্রকল্পের একটিও সমাপ্ত করতে পারেনি মোদী সরকার। নর্থ ইস্ট, নর্থ ওয়েস্টার্ন ইন্টারকানেক্টর প্রজেক্ট, ২৫ হাজার কিমি নতুন হাইওয়ে; প্রতিটি বিশ বাঁও জলে। সরকারের কোনও হেলদোলও নেই। কিন্তু নতুন নতুন চটকদারি প্রকল্প ঘোষণা চলছেই। রেল, হাইওয়ে, পেট্রলিয়াম ইত্যাদি ক্ষেত্রে বকেয়া প্রকল্পের সংখ্যা সর্বাধিক। নীতি আয়োগ এখনই কয়েকটি প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করতে চাইছে। নতুন কোনও প্রকল্প না নিয়ে দুবছরের মধ্যে সেগুলি করার কথা বলা হচ্ছে। তাদের দাবি, ২০২০ সালে শুরু হওয়া দেড়শো কোটি টাকার বেশি বাজেটের প্রকল্পগুলি আগামী ছয় মাসের মধ্যে সমাপ্ত করা প্রয়োজন। ২৮ হাজার কোটি টাকার ইস্টার্ন ফ্রেট করিডর, ২৭ হাজার কোটি টাকার রিফাইনারি মডার্নাইজেশন প্রজেক্ট, পাওয়ার গ্রিড কর্পোরেশনের ১৫ হাজার কোটি টাকার নর্থ ওয়েস্ট ইন্টারকানেকটর প্রকল্প, ইত্যাদি সম্পূর্ণ করার কথা বলছে নীতি আয়োগ। জানা গিয়েছে, বকেয়া রয়েছে এমন ৪৯৪টি প্রকল্পকে চিহ্নিত করেছে নীতি আয়োগ। সড়ক ও হাইওয়ে সংক্রান্ত ২ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ বাকি। ১ লক্ষ কোটি টাকার বেশি পেট্রলিয়াম প্রকল্পের কাজ পড়ে রয়েছে।

প্রকল্পের বাস্তবায়ন যত বিলম্বিত হচ্ছে তত খরচ বাড়ছে। যা আম জনতার কাঁধে বোঝা হয়ে চাপছে। সময়মতো কাজ শেষ হলে খরচে কুলিয়ে যেত। প্রকল্প বিলম্বিত হওয়ার মূল্য চোকাতে দেশের ভাঁড়ারে টান পড়ছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #politics, #Niti Aayog, #modi govt

আরো দেখুন