দেশ বিভাগে ফিরে যান

প্রয়াত প্রখ্যাত নারী অধিকার কর্মী,এবং SEWA-র প্রতিষ্ঠাতা এলা ভাট

November 3, 2022 | < 1 min read

প্রয়াত প্রখ্যাত নারী অধিকার কর্মী, গান্ধীবাদী এবং সেল্ফ এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশন (SEWA) এর প্রতিষ্ঠাতা এলা ভাট। বুধবার আহমেদাবাদে তাঁর প্রয়াণ হয়েছে। তার বয়স ছিল ৮৯।

এলা ভাট ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণের প্রাপক। তিনি সবরমতি আশ্রম ট্রাস্টের চেয়ারপারসন ছিলেন এবং মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুজরাট বিদ্যাপীঠের চ্যান্সেলর ছিলেন।

তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছিলেন ভাট তাঁর ব্যক্তিগত নায়কদের একজন। ক্লিন্টন বলেন, “তার কাজটি এই নীতিকে মূর্ত করে যে প্রত্যেক ব্যক্তির তার স্বপ্নগুলি অর্জন করার এবং তাদের ঈশ্বর প্রদত্ত সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ থাকা উচিত।”

এলা ভাট রামন ম্যাগসেসে পুরস্কার (১৯৭৭), রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড (1984), পদ্মশ্রী (1985), পদ্মভূষণ (1986) প্রাপক ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে (২০০১) ডক্টরেট এবং২০১৩ সালে পেয়েছিলেন শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার।

TwitterFacebookWhatsAppEmailShare

#RIP, #ela bhatt, #sewa, #women rights activist

আরো দেখুন