উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

দূষণ নিয়ন্ত্রণে কড়া নিয়ম দার্জিলিং পুরসভার, বন্ধ ম্যালে বসে ধূমপানও

November 5, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: darjeelingsummerpalace

পর্যটকদের কাছে সুন্দর পাহাড় উপহার দিতে দার্জিলিং-এ দূষণ নিয়ন্ত্রণে কড়া নিয়ম নিয়ে আসছে সেখানকার পুরসভা। আজ শনিবার থেকে শহরের যত্রতত্র থুতু ফেললেই হবে ৫০০ টাকা জরিমানা। যেখানে সেখানে ফেলা যাবে না ময়লা, আবর্জনাও। পুরসভার নির্দিষ্ট ডাম্পিং বাক্সেই জঞ্জাল ফেলতে হবে। আর আইন ভাঙলেই ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হবে।

এছাড়াও, আর জনবহুল এলাকায় প্রকাশ্যে ধূমপানেও নিষেধাজ্ঞা জারি করলো দার্জিলিং পুরসভা। নিয়ম না মানলে দিতে হবে স্পট ফাইন ৫০০ টাকা। অর্থাৎ দার্জিলিং ম্যালে বসে গরম চায়ের সঙ্গে সিগারেটের টান দিতে পারবেন না ধূমপায়ীরা। একটি গোপন হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযুক্তদের ছবি সহ ডিটেইলস পাঠাতে হবে অভিযোগকারীকে।

এছাড়াও ম্যাল, চকবাজার, দার্জিলিং স্টেশনে পুরসভার কর্মীরা সাদা পোশাকে পেট্রোলিং করবে। স্পট ফাইনে পুরসভার চালানেই কাটা হবে জরিমানা। জমা হবে পুরসভার ফাণ্ডে।

এই আইন শুধু স্থানীয় বাসিন্দাদের জন্যে নয়, বেড়াতে আসা পর্যটকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। পর্যটকদেরও তা মেনে চলতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling, #Smoking, #Pollution

আরো দেখুন