দেশ বিভাগে ফিরে যান

মুলায়মের মইনপুরী লোকসভা আসন, ৫ বিধানসভা আসনে উপনির্বাচন আগামী ৫ ডিসেম্বর

November 5, 2022 | < 1 min read

সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর শূন্য হয়ে যাওয়া উত্তপ্রদেশের মইনপুরী লোকসভা আসনের উপনির্বাচন আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে থাকা পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে, শনিবার জানিয়েছে নির্বাচন কমিশন ।

উত্তর প্রদেশের রামপুর বিধানসভা আসনটি যেটি এসপি নেতা মোহাম্মদ আজম খানের অযোগ্য ঘোষণার পরে খালি হয়েছিল সেটি হল উপনির্বাচনের জন্য যাওয়া পাঁচটি আসনের মধ্যে একটি। ২০১৯ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে নথিভুক্ত ঘৃণাত্মক বক্তব্যের একটি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরে স্পিকার তাকে অযোগ্য ঘোষণা করেছিলেন।

রাজস্থানের চুরু জেলার সরদারশহর বিধানসভা কেন্দ্র, উপনির্বাচনে যাওয়া আরেকটি কেন্দ্র। ৯ অক্টোবর কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মার মৃত্যুর পরে আসনটি শূন্য হয়ে যায়।

এছাড়াও বিধানসভা উপনির্বাচন হবে ওড়িশার পদমপুর, বিহারের কুরহানি এবং ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুর বিধানসভা আসনে।

গুজরাট এবং হিমাচল প্রদেশের ভোট গণনার দিন, অর্থাৎ ৮ ডিসেম্বর এই কেন্দ্রগুলিরও ভোট গণনা অনুষ্ঠিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mainpuri, #Uttar Pradesh, #By Election

আরো দেখুন