খেলা বিভাগে ফিরে যান

সেমিফাইনালের আগে চোট পেলেন রোহিত: কতটা গুরুতর, জেনে নিন

November 8, 2022 | < 1 min read

টি টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের ঠিক আগে চোট পেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নেটে ব্যাটিং প্র্যাকটিসের সময় আচমকা রোহিতের ডান হাতে একটা বল এসে লাগে। সঙ্গে সঙ্গে নেট প্র্যাকটিশ থেকে বেরিয়ে আসতে হয় ভারত অধিনায়ককে। টিম ফিজিও রোহিতের ডান হাতে বরফ দেন। উদ্বেগ তৈরি হয় তাঁর চোট নিয়ে।

পরে দেখা যায় রোহিতের তেমন কিছু হয়নি। ফের নেটে প্র্যাকটিশ শুরু করেন তিনি। দেখা যায়,অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার-রা তাঁকে একের পর এক শর্ট পিচ বল করছেন। দেখে নিন ভিডিও:

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Rohit Sharma, #injury, #semifinal, #t20 world cup 2022, #Net practice

আরো দেখুন