রাজ্য বিভাগে ফিরে যান

আসছে শীত! রবিবার থেকেই কলকাতায় ঢুকবে উত্তরে হাওয়া

November 9, 2022 | < 1 min read

নভেম্বরের ১ সপ্তাহ পার, এবার রাজ্যে ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে আগামী রবিবার থেকে। হাল্কা শীতের আমেজ মিলবে ভোর ও রাতের দিকে, তাপমাত্রার পারদ নামবে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া অফিস থেকে।

রবিবার থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে আসতে পারে। তবে আরও কিছুটা কম থাকবে জেলার দিকে তাপমাত্রা। ২৯ অক্টোবর ছিল ১০ বছরের মধ্যে অক্টোবরের শীতলতম দিন। সেদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমাঞ্চলের কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রিতে নেমে এসেছিল। কিন্তু তারপরই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করে।এখন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cold weather, #West Bengal, #Kolkata, #Winter, #Weather forecast, #Cold, #Weather Update, #Winter season

আরো দেখুন