ভারতে হোয়াটসঅ্যাপের প্রধান অভিজিৎ বসু ইস্তফা দিলেন
২০১৮ সালের শেষের দিকে হোয়াটস্অ্যাপের ভারতীয় শাখার প্রধান হিসেবে অভিজিৎ বসু নিযুক্ত হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে জোর চর্চা হয়েছিল। বিশেষ করে বাংলা সংবাদমাধ্যমে।
এবার সেই অভিজিৎ বসুও হোয়াটসঅ্যাপ প্রধানের চাকরি ছাড়লেন। হোয়াটসঅ্যাপে কোনও দেশকেন্দ্রিক প্রধানের চল না থাকলেও শুধু মাত্র ভারতের বাজারের বহরের কথা ভেবে সেখানে অভিজিৎকে দায়িত্ব দেওয়া হয়। কাজের জগতে অভিজিৎ পরিচিত ববি নামে। তিনি হোয়াটসঅ্যাপ ছেড়ে দিলেন। কিন্তু কেন তিনি এই সিদ্ধান্ত, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। একই সঙ্গে ইস্তফা দিয়েছেন মেটা ইন্ডিয়ার পাবলিক পলিসির ডিরেক্টর রাজীব আগরওয়াল।
দিন কয়েক আগেই গণছাঁটাইয়ের পথে হেঁটেছি মেটা। একসঙ্গে ১১ হাজার কর্মীকে চাকরি থেকে সরিয়ে দেন মার্ক জুকারবার্গ। তার আগে নিজেই ইস্তফা দেন ভারতের মেটা সংস্থার প্রধান অজিত মোহন। অজিত মোহনের ইস্তফার দু’সপ্তাহ যেতে না যেতেই এই সংস্থা থেকে বেরিয়ে গেলেন এই সংস্থার পাবলিক পলিসির প্রধান রাজীব আগরওয়াল।