টুইটার, ফেসবুকের পর অ্যামাজন! পরিকল্পনা প্রায় ১০,০০০ কর্মী ছাঁটাইয়ের
গত কয়েক মাস লাভজনক না হওয়ায় হাজার হাজার কর্মচারীকে ছাঁটাই করার এবং খরচ কমানোর ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা করছে বহুজাতিক সংস্থা অ্যামাজন (Amazon)। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বহুজাতিক সংস্থাটি এই সপ্তাহেই বিশ্বজুড়ে প্রায় ১০,০০০ কর্মচারীকে বরখাস্ত করতে পারে।
যদি মোট ছাঁটাইয়ের সংখ্যা প্রায় ১০,০০০ হয়, তাহলে এটি হবে অ্যামাজনের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই। সংস্থার কর্মশক্তির ১ শতাংশেরও কম কারণ, বিশ্বব্যাপী প্রায় ১.৬ মিলিয়নেরও বেশি লোক অ্যামাজনে কাজ করেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এক মাসব্যাপী পর্যালোচনার পর, কিছু অলাভজনক ইউনিটের কর্মচারীদের কোম্পানির মধ্যে অন্যান্য সুযোগ সন্ধান করার জন্য সতর্ক করেছে অ্যামাজন।
প্রসঙ্গত, গত সপ্তাহে, টুইটার ইলন মাস্কের কাছে বিক্রি করার পরে তার কর্মসংস্থানের প্রায় ৫০% কর্মীকে বরখাস্ত করেছে। ফেসবুকের মূল কোম্পানি মেটাও ১১,০০০ কর্মীকে বরখাস্ত করেছে।