দিল্লির নৃশংস হত্যাকাণ্ডের জট কাটাতে খুনি আফতাবের নারকো টেস্টের অনুমতি দিল আদালত
দিল্লির নৃশংস হত্যাকাণ্ডের জট ক্রমশই জটিল হচ্ছে। যে ধারালো অস্ত্র দিয়ে শ্রদ্ধা ওয়ালকারের দেহ ৩৫ টুকরো করা হয়েছিল, সেই অস্ত্র এখনও খুঁজে পায়নি দিল্লি পুলিশের তদন্তকারী দল। ৩৫ টুকরোর মধ্যে ১৩ টুকরো পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সূত্র অনুযায়ী, পুলিশ মেহরৌলির ওই জঙ্গল থেকে কিছু হাড় উদ্ধার করেছে। তবে, এখনও মাথা, ধড় বা শরীরের অনেক অংশ খুঁজে পাওয়া যায়নি, যা শ্রদ্ধাকে সনাক্ত করতে পারবে।
এই অবস্থায় খুনি আফতাব পুনাওয়ালার নারকো টেস্ট হবে। অনুমতি দিল আদালত। শনিবার আফতাবকে গ্রেপ্তার করার পর থেকেই সামনে আসছে একের পর এক নারকীয় তথ্য।
শনিবার গ্রেপ্তারির পর থেকেই ২৮ বছরের আফতাবকে লাগাতার জেরা করে চলেছেন তদন্তকারীরা। এবার তার নার্কো টেস্টের জন্য আদালতের অনুমতি চেয়েছিল পুলিশ। সে অনুমতি মিলেছে আজ, বুধবার। পুলিশের নারকো টেস্ট হলেই পুরো সত্যিটা সামনে চলে আসবে।