এশিয়ায় খেলতে আসছেন রোনাল্ডো? তুঙ্গে জল্পনা
রোনাল্ডোকে খেলতে দেখবে এশিয়া? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকেই। মরুদেশে বিশ্বকাপের শুরুর আগে রোনাল্ডো ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বিতর্ক তুঙ্গে উঠেছিল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড রোনাল্ডোকে ছেড়ে দেওয়ায় সে জল্পনায় ইতি পড়েছে। কিন্তু উদয় হয়েছে নতুন জল্পনার। বিশ্বকাপের পর কোন ক্লাবের হয়ে খেলবেন সিআর সেভেন তা নিয়ে চর্চা চলছে। নাপোলি থেকে চেলসি নানান ক্লাবের নাম ঘোরাফেরা করছে। ইতিমধ্যেই রোনাল্ডোর কাছে বিশ্বের বিভিন্ন ক্লাবের তরফে প্রস্তাব আসা শুরু হয়েছে।
এক ইউরোপীয় সংবাদমাধ্যম তরফে দাবি করা হয়েছে, সৌদি আরবের আল নাসর এফসি রোনাল্ডোকে নেওয়ার চেষ্টা করছে। তারা পর্তুগিজ তারকার সঙ্গে তিন বছরের চুক্তিতে করতে চায়। শোনা যাচ্ছে, বার্ষিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দেওয়া হচ্ছে, অর্থাৎ তিন বছরে সৌদির ক্লাব আল নাসর এফসি রোনাল্ডোকে ২২৫ মিলিয়ন মার্কিন ডলার দেবে। এখন দেখার রোনাল্ডো কী করেন।