রাজ্য বিভাগে ফিরে যান

আজ মরশুমের শীতলতম দিন, ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীতের আগমন বার্তা

December 4, 2022 | < 1 min read

ডিসেম্বর পড়তেই ফের পারদ পতন। আজ মরশুমের শীতলতম দিন। রবিবার সকাল থেকেই গোটা বাংলাজুড়ে শীতের আমেজ। পারদ নেমে এসেছে ১৫ ডিগ্রির ঘরে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সার্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। জেলায় তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। বাধাহীনভাবে বঙ্গে ফের প্রবেশ করছে উত্তুরে হাওয়া।

হাওয়া অফিস জানাচ্ছে, ডিসেম্বেরের দ্বিতীয় সপ্তাহে শীত আরও বাড়বে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদও বৃদ্ধি পাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আকাশ পরিষ্কার থাকবে। আপাতত আগামী বেশ কিছুদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। আগামী ২ দিনে তাপমাত্রার পারদ আরও নামবে বলে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Winter

আরো দেখুন