দেশ বিভাগে ফিরে যান

২৪ ঘন্টার মধ্যে ৬০০০ বার! হংকং থেকে ICMR-এর ওয়েবসাইট হ্যাকের চেষ্টা বিফল

December 7, 2022 | < 1 min read

হংকং থেকে হ্যাকাররা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এর ওয়েবসাইট লঙ্ঘন করার চেষ্টা করেছে বলে অভিযোগ করা হয়েছে। স্বস্তির খবর যে তবে কোনও তথ্য ফাঁস হয়নি।

জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের এই শীর্ষ স্বাস্থ্য গবেষণা সংস্থার ওয়েবসাইটে হামলার চেষ্টা করা হয়েছিল গত মাসের শেষের দিকে। আধিকারিকদের মতে, হ্যাকিংয়ের প্রচেষ্টাগুলি আইসিএমআর-এর সার্ভারে নয়, বরং ওয়েবসাইটের ওপর ছিল এবং ।

আইসিএমআর-এর পক্ষ থেকে সংবাদসংস্থা পিটিআইকে জানানো হয়েছে যে হংকং থেকে হ্যাকাররা ৩০ নভেম্বর ২৪ ঘন্টার ব্যবধানে প্রায় ৬০০০ বার আইসিএমআর ওয়েবসাইটকে হ্যাক করার চেষ্টা করে।

আইসিএমআর-এর পক্ষ থেকে পরে জানানো হয় যে তাদের ওয়েবসাইটের বিষয়বস্তু নিরাপদ। এনআইসি-এর ফায়ারওয়াল/নিরাপত্তা ব্যবস্থার দ্বারা আক্রমণটি সফলভাবে প্রতিরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, সার্ভার হ্যাক হওয়ার কারণে এইমস-এর পরিষেবা প্রায় ১৫ দিন ধরে বিকল ছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#CYBER CRIME, #Icmr, #Hongkong, #cyber threat, #icmr website, #Cyber Fraud, #Hacking

আরো দেখুন