কেমব্রিজ ডিকশনারি ‘Man’ ও ‘Woman’-এর সংজ্ঞা বদলে কী করল? জেনে নিন
কেমব্রিজ ডিকশনারি (Cambridge Dictionary) বদলে ফেলল Man ও Woman-র সংজ্ঞা। নতুন সংজ্ঞায় বলা হচ্ছে, ম্যান (পুরুষ) হলেন সেই প্রাপ্তবয়স্ক মানুষ যে নর হিসেবে জীবন যাপন করে এবং পুরুষ হিসেবেই নিজের পরিচয় দেয়। তার জন্ম পুরুষ হিসেবেও হতে পারে আবার মহিলা হিসেবেও হতে পারে।
Woman (নারী)-এর নয়া সংজ্ঞায় বলা হচ্ছে, যে প্রাপ্তবয়স্ক মানুষ মহিলা হিসেবে জীবন যাপন করে এবং মহিলা হিসেবেই নিজের পরিচয় দেয়। এখানে বলা হয়েছে, তার জন্ম মহিলা হিসেবেও হতে পারে আবার পুরুষ হিসেবেও হতে পারে।
এতদিন লিঙ্গ নির্দিষ্টভাবে নর, নারীকে সংজ্ঞায়িত করা হত। এবার সেই চিরাচরিত ঘরানা ভাঙল কেমব্রিজ ডিকশনারি রূপান্তরকামীদের বিষয়ও উল্লেখ করা হয়েছে নর-এর সংজ্ঞায়। রূপান্তরকামী পুরুষদের ক্ষেত্রে বলা হচ্ছে, একজন নর যার জন্ম হয়েছিল মহিলা হিসেবে, লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে তিনি পুরুষ হিসেবে জীবন যাপন করছেন।