খেলা বিভাগে ফিরে যান

চট্টগ্রাম টেস্টে পূজারা, শুভমনের শতরানের সৌজন্যে রানের পাহাড় গড়ল ভারত

December 16, 2022 | 2 min read

ছবি সৌজন্যে: BCCI

চট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের শেষে বাংলাদেশের বিরুদ্ধে ৪৭০ রানে এগিয়ে ভারত। টেস্টের তৃতীয় দিন রানের পাহাড়ে পৌঁছে চালকের আসনে কেএল রাহুলরা। টেস্টের তৃতীয় দিন টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান শুভমন গিল। ১১০ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তাঁর সঙ্গে জুটি বেঁধে তিন বছরেরও বেশি সময় পর তিন সংখ্যার রান ছুঁলেন পূজারাও। ১০২ রানে অপরাজিত থাকেন তিনি। এটাই তাঁর জীবনের দ্রুততম সেঞ্চুরি।

শুভমন গিল সেঞ্চুরির পর ফিরেছিলেন, চারে এসেছিলেন বিরাট কোহলি। তবে ব্যাটিংয়ের ধরনই বলছিল, চেতেশ্বর পূজারার সেঞ্চুরির জন্যই অপেক্ষা করছে ভারত। ইনিংসের ৬২তম ওভারের চতুর্থ বলে তাইজুল ইসলামকে ওয়াইড লং অন দিয়ে চার মেরে সেই সেঞ্চুরি পেয়ে যান পূজারা, ২০১৯ সালের পর এই প্রথমবার।

এরপরই ২ উইকেটে ২৫৮ রানের স্কোর নিয়ে দ্বিতীয় ইনিংস ডেক্লেয়ার ঘোষণা করে দেন ভারত অধিনায়ক রাহুল। ৫১৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২৫৪ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামা ভারত প্রথম ১৫ ওভারে তোলে ৩৬ রান। মধ্যাহ্নবিরতির পর অবশ্য গতি বাড়ায় তারা। প্রথম ৭ ওভারে আসে ৫টি চার। বাংলাদেশ এরপর পেয়ে যায় ব্রেকথ্রুও। খালেদ আহমেদ শর্ট বলের পরিকল্পনা নিয়ে নেমেছিলেন, লেগ সাইডের বাইরের লাইন থেকে হুক করতে গিয়ে ডিপ ফাইন লেগে ক্যাচ আউট হন রাহুল।

টেস্টের তৃতীয় দিন সকালে কুলদীপ যাদবের বোলিংয়ের কাছে ১৫০ রানেই প্রথম ইনিংসে গুটিয়ে যায় বাংলাদেশ। এদিন সকালে বাংলাদেশের শেষ দুই উইকেট জুটি টিকেছে ৪৮ মিনিট ও ১১.৫ ওভার। এ দিন বাংলাদেশ যোগ করতে পেরেছে ১৭ রান।
দিনের শেষে বাংলাদেশের রান বিনা উকেটে ৪২। ২৫ রানে অপরাজিত আছেন শান্ত। চট্টগ্রামে প্রথম টেস্টটি জিততে হলে ৫১৩ রান করতে হবে বাংলাদেশকে। অথবা হার এড়াতে পাক্কা দুই দিন ক্রিজ আঁকড়ে পড়ে থাকতে হবে!

TwitterFacebookWhatsAppEmailShare

#indian, #Bangladesh, #test series, #India vs Bangladesh

আরো দেখুন