আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

“শতাব্দীর তুষারঝড়”-এ মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে মৃত্য বেড়ে প্রায় ৫০

December 27, 2022 | < 1 min read

ছবি সৌজন্যেঃ Barksdale News

“শতাব্দীর তুষারঝড়” বলে অভিহিত বম্ব সাইক্লোনে নিউইয়র্কের জরুরী কর্মীরা সোমবার ঝাঁপিয়ে পড়েছিল অসহায় বাসিন্দাদের উদ্ধার করার জন্য। অবিরাম তুষার ঝড়ে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ৫০ জনকে মৃত, ক্রিসমাসের ছুটিতে বিপর্যয়।

মার্কিন দেশের উত্তর-পূর্বের কিছু অংশে তুষারঝড়ের অবস্থা অব্যাহত, বেশ কয়েক দিন ধরে চলছে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট।

নিউইয়র্ক রাজ্যে, কর্তৃপক্ষ ভয়ঙ্কর পরিস্থিতি বর্ণনা করেছে, বিশেষ করে বাফেলোতে, ঘন্টাব্যাপী হোয়াইটআউট, যানবাহনে এবং বরফের তলায় মৃতদেহ আবিষ্কৃত হচ্ছে, এবং জরুরী কর্মীরা “গাড়ি থেকে গাড়িতে” আরও জীবিত বা মৃত গাড়িচালকদের সন্ধান করছে।

ট্র্যাকিং সাইট Flightaware.com-এর মতে, প্রচণ্ড তুষার ঝড়ের কাঁপানো বাতাস এবংশূন্যের কাছাকাছি তাপমাত্রার জন্য সাম্প্রতিক দিনগুলিতে ১৫,০০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে সোমবার হয়েছে ৩,৮০০টিরও বেশি।

পশ্চিম নিউইয়র্কের কিছু শহর “রাতারাতি ৩০থেকে ৪০ ইঞ্চি” তুষারপাতে ঢেকে গেছে।

প্রসঙ্গত, ১৯৭৭ সালে বাফেলোর কুখ্যাত তুষারঝড়ে প্রায় ৩০ জন মারা গিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#USA, #bomb cyclone, #buffalo, #bomb cyclone usa, #Snow storm 2022, #Snowstorm

আরো দেখুন