দেশ বিভাগে ফিরে যান

বাড়েনি উৎপাদন, UN-এ দানাশস্য বর্ষ পালনের প্রস্তাব দিয়ে ল্যাজেগোবরে মোদী সরকার?

January 6, 2023 | < 1 min read

ফের বিশ্বের দরবারে মুখ পুড়তে চলেছে ভারতের। ২০২১ সালের ৫ মার্চ রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভারত প্রস্তাব দেয় ২০২৩ সালকে ‘আন্তর্জাতিক দানাশস্য বর্ষ’ হিসেবে পালন করা হবে। বিশ্বের ৭২টি দেশ সে প্রস্তাব সমর্থন করেছিল। কিন্তু ভারতই গত দুই বছরে উৎপাদন হার বাড়াতে পারেনি। পরিসংখ্যান বলছে, মাত্র ০.৩ মিলিয়ন টন উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে।

২০১১-১২ অর্থ বছরে জোয়ার, বাজরা, রাগির মতো দানাশস্যর উৎপাদন ছিল ১৮.৬ মিলিয়ন। ২০২০-২১ সালে মোদী আমলে উৎপাদনে নেমে এসেছে ১৭.৯ মিলিয়ন টনে। চলতি বছরে উৎপাদন ১৮.২ মিলিয়ন টন হতে পারে বলে আশা করা হচ্ছে। এর পরিসংখ্যান নিয়ে আন্তর্জাতিক দানাশস্য বর্ষ পালনে বিশ্বকে কী বার্তা মোদী সরকার? তা ভেবে পাচ্ছে না সরকার। শোনা যাচ্ছে, গণবণ্টন ব্যবস্থায় জাতীয় খাদ্য সুরক্ষায় রেশনে চাল বা গমের পরিমাণ কমিয়ে দেওয়ার ভাবনাচিন্তা চলছে। দানাশস্য চাষ বাড়ানোর পথে এগোচ্ছে মোদী সরকার। কিন্তু কৃষকদের তেমন আগ্রহ নেই। মনে করা হচ্ছে, দানাশস্য চাষে কৃষকদের উৎসাহ বাড়াতে আসন্ন বাজেটে বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারে কেন্দ্র। ​​

TwitterFacebookWhatsAppEmailShare

#Ration, #dana sashya, #Narendra Modi

আরো দেখুন