করোনাকালে মোবাইল রিচার্জের জন্যও প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলেছে রাজ্যবাসী!
প্রভিডেন্ট ফান্ড সংস্থার তথ্য থেকে বেরোল গা হিম করা খবর !
করোনার সময় প্রভিডেন্ট ফান্ড (পি এফ) থেকে ‘কোভিড অ্যাডভান্স’ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে ১১ লক্ষেরও বেশি মানুষ তখন পিএফের টাকা তুলে নিয়েছিলেন।
প্রভিডেন্ট ফান্ডের টাকা বেসরকারি কর্মীরা জমিয়ে রাখেন চাকরি পরবর্তী জীবনের জন্য। সেই হিসেবে এই তথ্য স্বাভাবিকভাবেই চমকে দেওয়ার মতো।
পিএফের দেওয়া হিসাবে দেখা গিয়েছে, রাজ্যের প্রায় আড়াই হাজার মানুষ তুলেছেন ১০০ বা তার থেকেও কম অঙ্কের টাকা । ১০০ থেকে ১০০০ টাকা তুলেছেন প্রায় ৩৫ হাজার গ্রাহক।
করোনার সময় মোবাইল রিচার্জের মতো সামান্য প্রয়োজনে জীবনের অন্যতম সঞ্চয়ের টাকায় হাত দিতে বাধ্য হয়েছেন বহু মানুষ, মনে করছেন অর্থনীতিবিদ এবং সমাজতত্ত্ববিদদের একাংশ। এবং তা সত্য হলে এ চিত্র ভয়াবহ।
যা যাচ্ছে, বিগত কয়েকবছর ধরেই মোবাইল ফোন, মোটরসাইকেল কেনার জন্যও নতুন প্রজন্মের পিএফের তাকে হাত দেওয়ার এই প্রবণতা চলছে।
প্রশ্নও উঠছে, সত্যিই কি চরম আর্থিক সঙ্কটের কারণে টাকা তুলেছেন মানুষ? নাকি জমানো টাকা খরচের সুযোগ মিলে যাওয়ায় টাকার সদব্যবহার করতে সঞ্চয়ে হাত দিয়েছেন অনেকে।