রাজ্য বিভাগে ফিরে যান

কনকনে ঠান্ডায় কাবু কলকাতা সহ গোটা রাজ্য, জেনে নিন আজকের তাপমাত্রা

January 7, 2023 | < 1 min read

উত্তুরে হাওয়া আর কনকনে ঠান্ডায় কাঁপছে মহানগর কলকাতা। শুক্রবার তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি, আজ শনিবার তাপমাত্রা থাকবে ১০-১১ ডিগ্রির মধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভোরবেলা ঘন কুয়াশা থাকলেও রোদের দেখা মিলবে রাজ্যে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর কলকাতা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩-৫ ডিগ্রি কম থাকার সম্ভাবনা । আগামী দুই দিন এই আবহাওয়া থাকবে।

পুরুলিয়ায় আজ তাপমাত্রা ৬.২ ডিগ্রির কাছেই থাকবে। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে জাঁকিয়ে বসছে শীত।

উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় তাপমাত্রা যথাক্রমে ৪.৮ ডিগ্রি ও ৭.৮ ডিগ্রি থাকছে । উত্তরবঙ্গে সারাদিন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Winter, #Weather forecast, #Weather Update, #Winter season, #Cold weather

আরো দেখুন