বিবিধ বিভাগে ফিরে যান

শিল্প জগতে ফের নক্ষত্র পতন, প্রয়াত সনৎ কর

January 9, 2023 | < 1 min read

পুরোধা শিল্পী সনৎ কর । ছবি: সংগৃহীত।

প্রয়াত শিল্পী সনৎ কর। রবিবার রাত পৌনে তিনটে নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

১৯৩৫ সালে জন্ম হয় শিল্পী সনৎ করের। কলকাতার সরকারি আর্ট কলেজে পড়াশোনা করেন তিনি। তারপর দীর্ঘ দিনের শিক্ষকতা করেন। শান্তিনিকেতনের কলা ভবনে শেষ হয় তাঁর প্রথাগত কর্মজীবন। সেখানে গ্রাফিক্স বিভাগের প্রিন্সিপাল ছিলেন তিনি। পরে ১৯৯৫ সালে তিনি অবসর নেন। ততদিনে তাঁর চিন্তাধারায় শান্তিনিকেতনের শিল্প-শিক্ষায় এসেছে কিছু গুরুত্বপূর্ণ বদল। তাঁর জীবনে প্রচুর ছাত্র তৈরি করেছেন তিনি। ভারতীয় শিল্পকলায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।

ভারতের গ্রাফিক প্রিন্টিংয়ে বহু গুরুত্বপূর্ণ বদল এনেছেন শিল্পী। ‘সোসাইটি অফ কনটেম্পোরারি আর্ট’-এর সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী সনৎ কর। তাঁর দীর্ঘ অর্ধশতাব্দীর শিল্পচর্চা ভারতীয় শিল্পের ইতিহাসের অমূল্য সম্পদ। তাঁর প্রয়াণে শিল্পজগতে নেমে এসেছে শোকের ছায়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#artist, #Sanat Kar

আরো দেখুন