দেশ বিভাগে ফিরে যান

বাজেটে খাদ্য সুরক্ষার আওতাধীন খাদ্যশস্যের ভতুর্কি বরাদ্দ কমাচ্ছে মোদী সরকার?

January 20, 2023 | < 1 min read

পয়লা ফেব্রুয়ারি শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে, তার আগেই শোনা যাচ্ছে আসন্ন বাজেটে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় দেওয়া খাদ্যশস্যের ভতুর্কির বরাদ্দ কমতে চলেছে মোদী সরকার। ​এফসিআইকে বিগত বাজেটের তুলনায় ৮৯ হাজার ৯৭৮ কোটি টাকা বরাদ্দ কমাতে চলেছে মোদী সরকার, এমনই খবর পাওয়া যাচ্ছে। বেনজিরভাবে এফসিআইয়ের পাশাপাশি, রাজ্যগুলির ভর্তুকির বরাদ্দও কমানো হবে বলেই জানা গিয়েছে। ২০২২-২৩ অর্থ বছরের রিভাইজড বাজেটে এনএফএসএ খাতে ভর্তুকি বাবদ ২ লক্ষ ৮৬ হাজার ৯৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। শোনা যায়, এ বছরের বাজেটে এক ধাক্কায় বরাদ্দ কমিয়ে ১ লক্ষ ৯৭ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হচ্ছে।

জাতীয় খাদ্য সুরক্ষা আইনে ভর্তুকির অঙ্ক বাজেটে কমছে। এফসিআইকে জাতীয় খাদ্য সুরক্ষার আওতায় খাদ্যশস্য সরবরাহের জন্য বিগত বাজেটের চেয়ে ৭৭ হাজার ৪৮৯ কোটি টাকা কম দেওয়া হবে বলেই শোনো যাচ্ছে। বাংলার মতো যেসব রাজ্য নিজেরাই রেশনে দেওয়ার চাল সংগ্রহ করে, তাদের ভর্তুকির অঙ্কও কমিয়ে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। জানা গিয়েছে, ডিসিপি অর্থাৎ ডিসেন্ট্রালাইজড প্রোকিওরমেন্ট খাতে গতবারের চেয়ে এবার ১২ হাজার ৪৮৯ কোটি টাকা কম বরাদ্দ হতে পারে। সব মিলিয়ে এবার মোদী সরকার সরকারি রেশনের উপর নির্ভর করে থাকা দেশবাসীর পাতে টান ফেলতে চলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Budget Of India, #modi govt, #Food Security, #National Food Security Mission

আরো দেখুন