খেলা বিভাগে ফিরে যান

কেন্দ্রের আশ্বাসে আপাতত আন্দোলত তুলে নিতে রাজি হলেন ভিনেশ ফোগাটরা

January 21, 2023 | < 1 min read

টানা তিনদিনের বিক্ষোভ, প্রতিবাদের পর কেন্দ্রের আশ্বাসে আপাতত আশ্বস্ত ভারতীয় কুস্তিগিররা। শুক্রবার গভীর রাতে আন্দোলত তুলে নিতে রাজি হন তাঁরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছেন বিনেশ ফোগত, বজরং পুনিয়ারা। যত দিন না তদন্ত শেষ হচ্ছে, তত দিন জাতীয় কুস্তি সংস্থার সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিজভূষণ শরণ সিংহকে।

জাতীয় কুস্তি ফেডারেশন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্তার অভিযোগ খতিয়ে দেখতে তৈরি হয়েছে তদন্ত কমিটি। সেই কমিটিতে আস্থা রেখেই আন্দোলন প্রত্যাহার করেন বজরং পুনিয়ারা। যদিও এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে কোনও তাড়াহুড়ো করতে নারাজ কমিটির সদস্যরা।

যত দিন তদন্ত চলবে, ততদিন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদে থাকতে পারবেন না ব্রিজভূষণ। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) তরফে সাত সদস্যের কমিটিও গঠন করা হয়। অভিযুক্ত ফেডারেশন প্রধান ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে তদন্তের জন্য কমিটিতে রাখা হয়েছে মেরি কম, যোগেশ্বর দত্তের মতো অলিম্পিক পদকজয়ীদের। সঙ্গে দোলা বন্দ্যোপাধ্যায়, অলোকনন্দা অশোক, সহদেব যাদবের মতো ক্রীড়াবিদরাও রয়েছেন। সাত সদস্যের তদন্ত কমিটিতে আছেন দুই আইনজীবীও। প্রথমে জানানো হয়েছিল, চার সপ্তাহের মধ্যে এই মর্মে রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু পরবর্তীতে তারকা বক্সার মেরি কম জানান, ব্রিজভূষণকে নিয়ে কোনওপ্রকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁরা হুড়োহুড়ি করতে চান না। অর্থাৎ কোনও সময় বেঁধে দেওয়া যাবে না।

কুস্তিগীর ভিনেশ ফোগাট ‘রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া’র (WFI) সভাপতি ব্রিজ ভূষণ শর্মার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। মহিলা কুস্তিগিরদের দিনের পর দিন ধরে যৌন হেনস্তা করেছেন জাতীয় কোচ ও ফেডারেশনের কর্তারা—বিস্ফোরক অভিযোগ করেন কুস্তিগির ভিনেশ ফোগাট। বুধবার থেকে যন্তর মন্তরের সামনে বসে প্রতিবাদ জানাচ্ছিলেন দেশের সেরা কুস্তিগিররা।

TwitterFacebookWhatsAppEmailShare

#brij bhushan sharan singh, #Sexual harassment, #vinesh phogat

আরো দেখুন