দেশ বিভাগে ফিরে যান

অভিযুক্ত আদানী, ক্ষতির মাশুল গুনল LIC! কত টাকা খোয়াল বিনিয়োগকারীরা?

January 28, 2023 | < 1 min read

মোদী সরকার ক্ষমতায় আসার পর গৌতম আদানীর সংস্থা ক্রমশ ফুলে ফেঁপে ওঠে। আদানী গোষ্ঠীর বিরুদ্ধে একাধিকবার জালিয়াতির অভিযোগ উঠলেও অজানা কারণে বর্তমান কেন্দ্রীয় সরকার নিরবতা পালন করেছে। আমেরিকার সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এরে তদন্ত রিপোর্টে অনুযায়ী স্টক মার্কেটে মারাত্মক ক্ষতির সম্মুখীন দেশের বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী LIC।

আমেরিকার সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’-এরে তদন্ত রিপোর্টে অনুযায়ী ২৪ জানুয়ারীতে আদানী গ্রুপের শেয়ারে LIC-র বিনিয়োগের পরিমাণ ছিল ৮১ হাজার ২৬৮ কোটি। ২৭ জানুয়ারি, সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে তা কমে দাঁড়ায় ৬২ হাজার ৬২১ কোটি টাকা। অর্থাৎ মোট ক্ষতি্র পরিমাণ ১৮ হাজার ৬৪৭ কোটি টাকা।

Ace Equity-এর রিপোর্ট বলছে, ৩১ শে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত আদানী এন্টারপ্রাইজ, আদানী গ্রিন এনার্জি, আদানী পোর্টস, আদানী টোটাল গ্যাস, আদানী ট্রান্সমিশন এবং অম্বুজা সিমেন্টস এবং ACC-এর সাথে LIC-র ১ শতাংশেরও বেশি শেয়ার ছিল।

এ ছাড়াও, এলআইসি নুকাচন আদানী এন্টারপ্রাইজের ২০ হাজার কোটি টাকার এফপাওয়ারে ৩৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই কোম্পানিতে এলআইসির ৪.২৩ শতাংশ শেয়ার রয়েছে।

হিন্ডেনবার্গ রিসার্চ অনুযায়ী, স্পষ্টভাবে আদানী গোষ্ঠীতে বিনিয়োগকারীরা বিশাল ক্ষতিগ্রস্থ হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২৪-২৭ জানুয়ারি আদানী গোষ্ঠীর অন্তর্ভুক্ত কোম্পানির ক্ষতির পরিমান দেওয়া হল

  • আদানী টোটাল গ্যাসে (৬,২৩৭ কোটি টাকা)
  • আদানী এন্টারপ্রাইজ (৩,২৭৯ কোটি টাকা)
  • আদানী পোর্টস (৩,২০৫ কোটি টাকা কমে)
  • আদানী ট্রান্সমিশন (৩,০৩৬ কোটি টাকা)
  • অম্বুজা সিমেন্টস (১,৪৭৪ কোটি টাকা)
  • আদানী গ্রিন এনার্জি (৮৭১ কোটি টাকা)
  • এসিসি (৫৪৪ কোটি টাকা)।

বর্তমানে লিকুইডিটি ক্রাইসিস বা নগদের অভাবে ধুঁকছে এই কোম্পানিগুলি। ফলে বিপুল ঋণের বোঝা মেটাতে অপারগ আদানী গোষ্ঠী। এই কারণেই আদানী গোষ্ঠীকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হল বলে অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা।

TwitterFacebookWhatsAppEmailShare

#LIC, #Gautam Adani

আরো দেখুন