উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

গঙ্গাপ্রসাদের করতালিতে ঘুম উড়ল BJP-র, উত্তরের গেরুয়া খুঁটিও নড়ে গেল?

February 7, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই হারাধনের ছেলেদের মতো কমছে বিজেপির বিধায়ক সংখ্যা। মুকুল রায়, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে তৃণমূলে যান। ২০২৩-এ সেই তালিকায় নতুন সংযোজন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল, রবিবার তিনি দল বদল করেছেন। আগের পাঁচজন সকলেই তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে ফের তৃণমূলেই ফিরেছেন। কিন্তু সুমন তা নন। কংগ্রেসের ছাত্র সংগঠনে থাকলেও, সুমনের রাজনীতির শুরু বিজেপি থেকেই। সুমন বিজেপির আলিপুরদুয়ার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক হন। পরে বিধায়ক হন। সুমনের তৃণমূলে যাওয়া নিয়ে অস্বস্তি থাকলেও, চিন্তিত নয় বিজেপি। তাদের কপালে ভাঁজ গঙ্গাপ্রসাদকে নিয়ে।

গঙ্গাপ্রসাদের হাত ধরেই তৃণমূলে যোগ দিয়েছেন সুমন। জানা গিয়েছে, যোগদানের নেপথ্যে গঙ্গাপ্রসাদ। সুমনের যোগদান পর্বের ছবিতে দেখা যাচ্ছে পাশে দাঁড়িয়ে করতালি দিচ্ছে গঙ্গাপ্রসাদ শর্মা। এতেই ঘুম উড়েছে বিজেপির, গঙ্গাপ্রসাদ আরএসএসের আদি সদস্য। ছোট থেকেই স্বয়ংসেবক। সঙ্ঘের প্রশিক্ষণের সর্বোচ্চ তৃতীয় বর্ষ ‘প্রশিক্ষণ’ রয়েছে গঙ্গাপ্রসাদের। গঙ্গাপ্রসাদের সাংগঠনিক শক্তি দেখেই তাঁকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। দায়িত্ব পেয়েই আলিপুরদুয়ারে বিজেপির শক্তি বাড়ানোয় বড় ভূমিকা নেন তিনি। জেলা সভাপতি হন। ২০১৯ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপির জয়ের পিছনে কারিগর ছিলেন গঙ্গাপ্রসাদ।


আলিপুরদুয়ার বিজেপির অন্দরে শোনা যায়, গঙ্গাপ্রসাদের নেতৃত্বেই সাংগঠনিক জেলার সাতটি বিধানসভায় অর্থাৎ তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, আলিপুরদুয়ার, ফালাকাটা, মাদিরহাট, নাগরাকাটা; সাতটাই জিতে নেয় বিজেপি।

বিধানসভা নির্বাচনে তাঁর দায়িত্বে থাকা এলাকায় বিজেপি ভাল ফল করলেও, গঙ্গাপ্রসাদের সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছিল বিজেপির। বিধানসভা ভোটের পর নিঃশব্দে সরে যান তিনি। তৃণমূলে যোগ দিয়ে ২০২১ সালের আগস্ট মাসে জয়গাঁ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ। সেই গঙ্গাপ্রসাদের হাত ধরেই, সুমন জোড়া ফুলে গেলেন। এতেই সিঁদুরে মেঘ দেখছেন বিজেপি নেতারা। বিজেপি নেতা-কর্মী ও বহুল প্রচারিত সংবাদমাধ্যমকে দেওয়া গঙ্গাপ্রসাদের সাক্ষাৎকার থেকে জানা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে দিল্লি থেকে প্রার্থী ঠিক করে দেওয়া পছন্দ হয়নি তার, এরপরেই ক্ষোভ বাড়ে গঙ্গাপ্রসাদের। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, হয়ত পুরনো দলকে বার্তা দিচ্ছেন গঙ্গাপ্রসাদ। তবে কি আরও ভাঙান আসন্ন? উত্তরের গেরুয়া শিবিরের শক্ত খুঁটি নড়তেই ঘুম ছুটেছে বিজেপির।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #politics, #Ganga prasad Sharma, #North Bengal, #bjp

আরো দেখুন