কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতা মেডিক্যাল কলেজে চালু হচ্ছে বাংলার দ্বিতীয় প্রাইভেট কেবিন পরিষেবা

February 8, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গিয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ। কোটি কোটি মানুষকে আরোগ্যের পথে পৌঁছে দিয়েছে এই প্রতিষ্ঠান। পিজির উডবার্ন ওয়ার্ডের পর এখানেই চালু হতে চলেছে বাংলার দ্বিতীয় প্রাইভেট কেবিন। অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাসের কথায়, মেডিক্যাল কলেজের ১০ তলায় চালু হতে চলা কেবিনগুলিও পরিষেবার দিক থেকে কোনও অংশে কম যাবে না। তিনিই জানিয়েছেন, ১ মার্চ থেকে ১০ তলার প্রাইভেট কেবিনগুলি চালু করা হবে। কিছুদিন পর ৯ তলার কেবিনগুলিও খুলে দেওয়া হবে। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়ের কথায়, ২ টাকার আউটডোর টিকিট ছাড়া রোগী কল্যাণ সমিতির আর কোনও আয় নেই। কেবিন চালু হলে যা আয় হবে, তা রোগীদের জন্য ব্যয় করা হবে। জানা গিয়েছে, রোগীর কেবিনে থাকবে টিভি, সোফা, ঝাঁ চকচকে ওয়ার্ড, সেই সঙ্গে বাংলার প্রথম সারির চিকিৎসকদের পরিষেবাও পাবেন চিকিৎসকরা। কেবিন ফ্লোরের ডানদিকের দেওয়ালটি কাচের। সেখান থেকে গঙ্গার উপর দু’টি ব্রিজকেই দেখা যাবে। যা অসুস্থ রোগীর মন ভাল করে দিতে পারে।

বলাবাহুল্য, কেবিনগুলি চালু হলে বেসরকারি হাসপাতাল ভালই প্রতিযোগিতার মুখোমুখি হবে। হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের ৮ এবং ৯ তলা মিলিয়ে ২৬টি কেবিনকে চলতি মাসের মধ্যেই আগের চেহারায় ফেরানো হবে। ডাবল অকুপেন্সি কেবিনে রোগী প্রতি বেড ভাড়া হবে দু-হাজার টাকা। সিঙ্গল কেবিনের খরচ হবে আড়াই হাজার। ২৬টি কেবিনের মধ্যে ডাক্তার, ডাক্তারি পড়ুয়া, কর্মীদের জন্য কয়েকটি বেড সংরক্ষিত থাকবে। ভিআইপিদের জন্য একটি বেড রিজার্ভ থাকবে। বাকি সবই সাধারণের জন্য উন্মুক্ত। ওটি, রোগ ও রক্তপরীক্ষার চার্জ উডবার্নের মতোই, অর্থাৎ সরকার নির্ধারিত কম খরচই নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Kolkata, #Kolkata Medical College, #private cabin

আরো দেখুন