← দেশ বিভাগে ফিরে যান
১৪ ফেব্রুয়ারি ‘Cow Hug Day’ পালনের নিদান, হাসির রোল সমাজ মাধ্যমে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলছে ভালবাসার সপ্তাহ। এরই মধ্যে কাউ হাগ ডে পালনের নিদান দিল অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া। কী বলছেন তারা? প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্র বলছে গরু উপকারী প্রাণী, ১৪ ফেব্রুয়ারি গরুকে জড়িয়ে ধরুন। বলাইবাহুল্য, এহেন নিদানের পর সমাজ মাধ্যমজুড়ে হাসির রোল উঠেছে। রীতিমতো মিমের বন্যা বয়ে যাচ্ছে। রসবোধের পরিচয় দিচ্ছেন নেটপাড়ার নাগরিকরা।
উল্লেখ্য, বিগত বেশ কিছু বছর ধরেই ভ্যালেনটাইন্স ডে-কে ঘিরে নানানরকম ফরমান জারি করে বিজেপি ও হিন্দুত্ববাদী নানান সংগঠন। বলার অপেক্ষা রাখে না কাউ হাগ ডে পালনের নির্দেশ, তারই নবতম সংযোজন। কিন্তু এই নিদানের পর সমাজ মাধ্যমজুড়ে নানাবিধ পোস্ট করছেন নেটিজেনরা। প্রতিটি পোস্টেই খোঁচা দেওয়া হচ্ছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডকে। আসুন দেখে নেওয়া যাক এমনই কিছু মিম ভিডিও ও সোশ্যাল মিডিয়া পোস্ট।