আইএসএলের দ্বিতীয় ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র সবুজ-মেরুনের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আইএসএলের দ্বিতীয় ম্যাচে ছন্দপতন এটিকে মোহনবাগানের। অধরাই থেকে গেল জয়। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে গোলশূন্য ড্র করল সবুজ মেরুন ব্রিগেড।
প্রথমার্ধে এটিকে মোহনবাগানের আধিপত্য দেখালেও গোলমুখ খুলতে পারেনি। ৩২ মিনিটে দিমিত্রি পেত্রাতসের ফ্রি কিক থেকে গোলের সম্ভাবনা থাকলেও টিপি রেহনেশ তা রুখে দেন। তারপর আশিস রাইয়ের চেষ্টাও তিনি রুখে দেন। ৪৪ মিনিটে জামশেদপুরের হ্যারি সয়ার গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেলেও বল জালে জড়াতে ব্যর্থ হন।
বিরতির পর ৬০ মিনিটে মনবীর সিংকে তুলে নিয়ে লিস্টন কোলাসোকেও নামানো হলেও তাতে কোনও লাভ হয়নি। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে জামশেদপুর এফসি-ই। ড্যানিয়েল চুকউ ও বরিস সিং একাধিক সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন। গোলশূন্যভাবেই শেষ হয় জামশেদপুর-মোহন বাগান ম্যাচ ।
এদিনের ম্য়াচ ড্র হওয়ায় পয়েন্ট তালিকায় এটিকে মোহনবাগান চতুর্থ স্থানে উঠে এলো । ১৭ ম্যাচে তাদের মোট ২৮ পয়েন্ট। ইতিমধ্যেই প্লে অফে জায়গা করে নিয়েছে মুম্বই সিটি এফসি এবং হায়দরাবাদ এফসি। ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স এফসি। মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ রয়েছে সবুজ মেরুনের। এরপর ১৮ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান।