কলকাতা বিভাগে ফিরে যান

জলের নীচেও ট্রেডমিল! বিশ্বমানের ফিটনেস মেশিন এখন বাংলার SSKM-এ

February 15, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বিশ্বমানের ফিটনেস মেশিন আনা হচ্ছে পিজি হাসপাতালে। রোনাল্ডো, মেসির মতো বিশ্বমানের স্পোর্টসম্যানরা নিজেদের ফিট থাকার জন্যে যেসব হাইটেক মেশিনে ভরসা করেন, সেগুলোই এবার আসতে চলেছে পিজি হাসপাতালে। আন্ডার ওয়াটার এবং অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলের মাধ্যমে মেসি, রোনাল্ডোরা প্রশিক্ষণ করেন। মাধ্যাকর্ষণের শক্তি কমিয়ে বা বাড়িয়ে অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিলে ট্রেনিং করিয়ে, খেলোয়াড়দের চোট-আঘাত থেকে দ্রুত সারিয়ে তোলা হয়। জলের প্লবতাকে ব্যবহার করে আন্ডার ওয়াটার ট্রেডমিল মানুষকে দুরন্তভাবে ফিট করে তোলে। ৬০ লক্ষ টাকার অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিল ইতিমধ্যেই পিজিতে পৌঁছে গিয়েছে। পিজিতে আন্ডার ওয়াটার ট্রেডমিলের পুল তৈরি হয়ে গিয়েছে। এবার ট্রেডমিল আসার অপেক্ষা।

বিশেষজ্ঞরা বলেন, অধিকাংশ খেলোয়াড়রা জানেনই না তাদের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। আবার খেলোয়াড় জীবনে অনেকেই চোখের সমস্যায় ভোগেন। অনেক খেলোয়াড়দের আবার দমের ঘাটতি দেখা যায়। এছাড়াও ছোট-বড় চোট আঘাত তো লেগেই থাকে। সব ক্ষেত্রেই সমাধান আনতে চলেছে পিজি। পিজির চারতলায় ঝাঁ চকচকে স্পোর্টস মেডিসিন বিভাগ গড়ে তোলা হয়েছে। বিশ্বমানের নানান পরিষেবায় সাজানো হয়েছে। খেলার পরিবেশ তৈরির জন্যে ডি ওয়াল, দম পরীক্ষার সি পেট, ভারসাম্য পরীক্ষার ব্যালান্স ল্যাব, পায়ের শক্তি পরীক্ষার ফুট প্রেসার, ম্যাচের ধকল শেষে ফ্রেশ হতে সনা, জাকুজির ব্যবস্থা করা রয়েছে। এছাড়াও খেলোয়াড়দের জন্যে স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস কার্ডিওলজিও রাখা হচ্ছে।

পিজির ফিজিক্যাল মেডিসিনের প্রধান ডাঃ রাজেশ প্রামাণিকের দাবি, গোটা দেশে এমন ধরনের স্পোর্টস মেডিসিন বিভাগ হয়ত অন্যত্র কোথাও নেই। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল, মোহনবাগান ক্লাবের কর্মকর্তা এবং কোচরা স্পোর্টস মেডিসিন বিভাগ দেখে গিয়েছেন। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ফুটবলাররা অনুশীলন সেরে গিয়েছেন। বাংলার অনুর্ধ্ব ২৫ ক্রিকেট দলের কোচ প্রণব রায়ের মতে, বাংলায় এমন উদ্যোগ প্রথম নেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#SSKM, #Treadmill

আরো দেখুন