আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

জেনে নিন বিশ্বব্যাংকের আগামী প্রধান অজয় বাঙ্গার কলকাতাতে যোগের কথা

February 24, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন বৃহস্পতিবার বলেছেন যে ওয়াশিংটন মাস্টারকার্ডের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনীত করা হয়ছে। বর্তমান প্রধান ডেভিড ম্যালপাস তাড়াতাড়ি পদত্যাগ করার পরিকল্পনা ঘোষণা করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সাধারণত আমেরিকানরা হয়ে থাকেন, ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের প্রেসিডেন্ট প্রথাগতভাবে ইউরোপীয়রা হয়ে থাকেন।

৬৩ বছর বয়স্ক বাঙ্গা ভারতীয়-আমেরিকান এবং বর্তমানে ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান হিসাবে কাজ করছেন।

তিনি এর আগে মাস্টারকার্ডের প্রধান নির্বাহী ছিলেন।

কয়েক দশক আগে Nestle কোম্পানির কলকাতা ব্রাঞ্চ-এর ম্যানেজার হিসেবে এই শহরেই কাজ করতেন আগামী দিনের বিশ্বব্যাংকের প্রধান।

TwitterFacebookWhatsAppEmailShare

#USA, #Ajay banga, #Kolkata, #world bank

আরো দেখুন