বিনোদন বিভাগে ফিরে যান

এবার হলিউড ক্রিটিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডস-এর মঞ্চে চারটি পুরস্কার জয় করল ‘আরআরআর’

February 25, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টিম ‘আরআরআর’-এর মুকুটে যুক্ত হল আরও একটি পালক ৷ এবার হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড জিতল রাজামৌলির ব্লকবাস্টার ‘আরআরআর’। সেরা অ্যাকশন ফিল্ম হিসেবে এই খেতাব পেয়েছে রাজামৌলি পরিচালিত এই ছবি। এই ক্যাটাগরিতে ‘আরআরআর’ হারিয়েছে টম ক্রুসের ‘টপ গান: ম্যাভেরিক’-এর মতো সিনেমাকেও। পরিচালক রাজামৌলি স্বয়ং এই পুরষ্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির অন্য়তম স্টার রাম চরণও ৷

গ্লোডেন গ্লোবস এবং ক্রিটিক চয়েস পুরস্কার জয়ের পর HCA Awards (হলিউড ক্রিটিক অ্য়াসোসিয়েশন অ্য়াওয়ার্ডস)-এর মঞ্চে মোট চারটি পুরস্কার জয় করে নিল ‘আরআরআর’। সেরা মৌলিক গান, সেরা স্ট্যান্ট এবং সেরা অ্য়াকশন ফিল্ম-সহ মোট চারটি বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#RRR, #HCA Awards, #ss rajamouli

আরো দেখুন